তিরুবনন্তপুরম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচের আগে মন্দিরে গিয়ে পুজো দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী এবং ওপেনার শিখর ধবন। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামার আগে প্রথা ও রীতি মেনে পদ্মনাভস্বামী  মন্দিরে গিয়ে পুজো দিলেন শাস্ত্রী ও ধবন। তাঁরা বেশ কিছুক্ষণ ছিলেন এই বিখ্যাত মন্দিরে।

ত্রিবান্দ্রম ইন্ডিয়ান নামে ফেসবুক পেজে শাস্ত্রী ও ধবনের ছবি পোস্ট করা হয়েছে।



উল্লেখ্য, সিরিজ জিততে হলে এদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতেই হবে ভারতকে। দিল্লিতে প্রথম ম্যাচে জিতলেও রাজকোচে দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সমতা ফিরিয়েছে নিউজিল্যান্ড। তাই আজকের ম্যাচটাই কার্যত সিরিজের ফাইনাল।

ভারতের কাজটা আজ কিন্তু আদৌ সহজ নয়। টি ২০ তে কিউইদের বিরুদ্ধে নীল জার্সির পারফরম্যান্স একেবারেই ভালো নয়। দুই দলের আটটি ম্যাচের মধ্যে ছয়টিতেই জিতেছে নিউজিল্যান্ড।ভারতের জয় মাত্র একটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এদিনের ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা।