শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল: সৌরভ
ABP Ananda, web desk | 09 Jul 2016 03:28 AM (IST)
কলকাতা: ভারতীয় দলের কোচ নির্বাচন নিয়ে বিসিসিআই-এর ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন রবি শাস্ত্রী।এবার সৌরভ বললেন, শাস্ত্রীকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে। উল্লেখ্য, কোচ পদের লড়াইয়ে প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও ছিলেন। কিন্তু শেষপর্যন্ত অনিল কুম্বলেকে কোহলি-ধোনিদের কোচ হিসেবে নিযুক্ত করে বোর্ড। কোচ নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ছিল সৌরভ, সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত অ্যাডভাইসরি কমিটি। কুম্বলে কোচ পদে নির্বাচিত হওয়ার পর শাস্ত্রী অভিযোগ করেন যে, তিনি যখন কমিটির কাছে ইন্টারভিউ দিয়েছিলেন, তখন ছিলেন না সৌরভ। ক্ষুব্ধ শাস্ত্রী এর পরবর্তীকালে সৌরভকে বোর্ডের বৈঠকে উপস্থিত থাকার পরামর্শ দিয়েছিলেন। সৌরভও পাল্টা বলেছিলেন, ইন্টারভিউর দিন শাস্ত্রীর ব্যক্তিগতভাবে হাজির থাকা প্রয়োজন ছিল। তাঁর ব্যাঙ্ককে ছুটি কাটাতে যাওয়া উচিত ছিল না। উল্লেখ্য, শাস্ত্রী যখন ইন্টারভিউ দিয়েছিলেন তখন সৌরভ সিএবি-র বৈঠকে ব্যস্ত ছিলেন। এ প্রসঙ্গে সৌরভ বলেছিলেন, ইন্টারভিউর দিন কিছুটা সময় তিনি যে থাকতে পারবেন না, তা আগেই ই-মেল মারফত্ কমিটির অন্যান্য সদস্য ও কোচ পদপ্রার্থীদের জানিয়েছিলেন। গতকাল ছিল ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভের ৪৪ তম জন্মদিন। এই বিশেষ দিনে শাস্ত্রী ইস্যু সম্পর্কে কিছু বলতে অস্বীকার করলেও সৌরভ জানান, শাস্ত্রীকে ভারতের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সৌরভ বলেন, হ্যাঁ, আমরা শাস্ত্রীকে ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। সৌরভ আরও জানিয়েছেন, টিম ইন্ডিয়ার সহকারি কোচ পদে নিয়োগের ব্যাপারে সচিন বা লক্ষ্মণের কোনও ভূমিকা নেই। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন কুম্বলে। সৌরভ বলেছে, এই বিষয়টি কুম্বলের ওপরই নির্ভর করছে। ও বোলার, তাই হয়ত কোনও বোলিং কোচ নেবে না। আমিও সংবাদপত্রে পড়েছি যে, কুম্বলে হয়ত পরের দিকে পেস বোলিং কোচ নিতে পারে। জাহির খান ভারতের বোলিং কোচ হতে পারেন বলে যে জল্পনা চলছে, সে সম্পর্কে সৌরভ বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। দেখতে হবে জাহিরকে সারা বছরের জন্য পাওয়া যাবে কিনা।