নয়াদিল্লি: কপিল দেবের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি (সিএসি) রবি শাস্ত্রীকে আরও একবার ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছে। এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রাক্তন ক্রিকেটার ও অনুরাগীদের প্রতিক্রিয়া সামনে এসেছে। কোচ পদের লড়াইতে ছিলেন মাইক হেসন। তিনি শাস্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
আকাশ চোপড়া, হর্ষ ভোগলের মতো ধারাভাষ্যকাররাও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তবে ভারতীয় দলের সমর্থকদের একাংশ অবশ্য এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তাঁরা সোশ্যাল মিডিয়া মারফত তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। বিসিসিআই কোচ নির্বাচনের দায়িত্ব কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্থা রঙ্গস্বামীকে নিয়ে গড়া সিএসি-র হাতে দিয়েছিল। অসন্তুষ্ট অনুরাগীদের কেউ কেউ কোচ নির্বাচন নিয়ে সরাসরি বিসিসিআই-কে একহাত নিয়েছেন। আবার কেউ কেউ এই সিদ্ধান্তকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে নিশানা করেছে সিএসি-কে।
উল্লেখ্য, সিএসি প্রত্যাশামতোই শাস্ত্রীকে আগামী দুই বছরের জন্য কোচ হিসেবে পুনর্নিয়োগ করেছে। ২০২১-এ ভারতে টি ২০ বিশ্বকাপের পর তাঁর মেয়াদ পর্যালোচনা করা হবে।
রবিন সিংহ, লালচাঁদ রাজপুতদের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন ও অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় টম মুডিও হেড কোচ পদের লড়াইতে ছিলেন। প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার কথা আফগানিস্তানের প্রাক্তন কোচ ফিল সিমন্স শেষ মুহুর্তে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
সিএসি-র প্রধান কপিল দেব শাস্ত্রীর পুনর্বহালের ক্ষেত্রে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কোনও ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, কোহলির মতামত নিলে সেক্ষেত্রে পুরো দলের মতামত নিতে হত। এরকম কোনও সম্ভাবনা ছিল না।
কপিল দেব বলেছেন, প্রার্থীরা সবাই প্রচুর পরিশ্রম করেছেন এবং প্রেজেন্টেশনে তা তুলে ধরেছেন। তাঁরা প্রত্যেকেই যথেষ্ট যোগ্য। তবে যোগাযোগের দক্ষতার ক্ষেত্রে এগিয়ে শাস্ত্রী। তবে খুবই কঠিন লড়াই হয়েছে।