নয়াদিল্লি: বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই পরিস্থিতিতে শুধু ক্রিকেটারদের চোটমুক্ত ও তরতাজা রাখাই নয়, প্রধান কোচ রবি শাস্ত্রী ও তাঁর সহকারীদের বিষয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিসিসিআই। বিশ্বকাপের পরেই শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের সঙ্গে বিসিসিআই-এর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সূত্রের খবর, জুলাই মাসের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। তার আগেই নতুন কোচ নিয়োগের বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হবে।
২০১৭ সালের জুলাইয়ে শাস্ত্রী, ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকে নিয়োগ করা হয়। বিসিসিআই সূত্রে খবর, ফের সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত ক্রিকেট উপদেষ্টা কমিটিই নয়া কোচ বাছাই করার দায়িত্ব পাবে। শাস্ত্রী সরাসরি শর্টলিস্টে জায়গা পাবেন। ইন্টারভিউয়ে বাকিদেরও ডাকা হবে। তাঁদের মধ্যে থেকেই কোনও একজনকে ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে বেছে নেওয়া হবে।
বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে শাস্ত্রীর মেয়াদ, নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিতে চলেছে বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
20 Mar 2019 03:34 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -