ইম্ফল: নির্বাচন যত এগিয়ে আসছে, আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে নিচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। অতীতে নোটবন্দি, জিএসটি নিয়ে একাধিকবার নরেন্দ্র মোদিকে আক্রমণ করেছেন রাহুল। সম্প্রতি প্রধানমন্ত্রীর ‘চৌকিদারি’র নয়া স্লোগান নিয়েও তাঁকে বিঁধেছেন তিনি। ‘চৌকিদারই চোর’, এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি। এবার তাঁর আক্রমণের কেন্দ্রবিন্দুতে উঠে এল প্রধানমন্ত্রীর দফতরও। পিএমও ‘পাবলিসিটি মিনিস্টারস অফিস’-এ পরিণত হয়েছে, মণিপুরে এসে বললেন রাহুল গাঁধী।


মঙ্গলবার অরুণাচল প্রদেশ থেকে সরাসরি মণিপুরে আসেন কংগ্রেস সভাপতি। সেখানে মণিপুর স্টেট ফিল্ম ডেভেলপমেন্ট সোসাইটি-র ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ইম্ফলে এসে রাহুল বলেন, “কংগ্রেস সাংস্কৃতিক আগ্রাসনে বিশ্বাস করে না। দেশের প্রতিটি অঞ্চলের মানুষকেই তার নিজের কথা বলতে দিতে হবে। বিজেপি-আরএসএস চাইছে একটি নির্দিষ্ট মতকে সবার উপরে চাপিয়ে দিতে। এবং অন্য মতকে ধ্বংস করতে।” বিজেপি স্বেচ্ছাচারিতা চালাচ্ছে বলেও কটাক্ষ করেছেন তিনি। একই সঙ্গে তিনি দেশের উত্তরপূর্বাঞ্চলের বেকারি সমস্যার কথাও তুলে ধরেন। রাহুল এমনও অভিযোগ করেন, মোদি জমানায় দেশের এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থারও তেমন উন্নতি ঘটেনি।


মণিপুরে আশ্বাসবাণী শুনিয়ে কংগ্রেস সভাপতি বলেন, “আমরা মনে করি এই অঞ্চলের নির্মাণশিল্প তৈরি করার ক্ষমতা রয়েছে। এখানে সংরক্ষণের অভাবে কৃষিশস্য নষ্ট হয়। খাদ্য ও শাক-সব্জি পচে যায়। মণিপুরে অনায়সেই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠতে পারে।”