দেখুন: প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম ওভারেই হ্যাটট্রিক মধ্যপ্রদেশের রবি যাদবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jan 2020 05:32 PM (IST)
প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ম্যাচে প্রথম ওভারে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করলেন তিনি।
রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মধ্যপ্রদেশের ম্যাচে এই রেকর্ড করলেন ২৮ বছরের এই বাঁহাতি বোলার।
ইন্দোর: মধ্যপ্রদেশের ক্রিকেটার রবি যাদবের বোলিংয়ে নয়া নজির। সোমবার প্রথমশ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচের প্রথম ওভারেই হ্যাটট্রিক করলেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম ম্যাচে প্রথম ওভারে প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করলেন তিনি। রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে মধ্যপ্রদেশের ম্যাচে এই রেকর্ড করলেন ২৮ বছরের এই বাঁহাতি বোলার। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা রবি। চোটের সমস্যার কারণে রঞ্জি ম্যাচে ২৮ বছর বয়সে অভিষেক হল তাঁর। ওপেনিং বোলারদের পর বল করতে এসে রবি পরপর তিন বলে আরয়ান জুয়েল, অঙ্কিত রাজপুত ও সমীর রিজভিকে আউঠ করেন রবি। বিসিসিআই রবির এই দুরন্ত বোলিংয়ের ভিডিও নিজেরে ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। নিজের প্রথম ওভারে তৃতীয় বলে রবি জুয়েলকে আউট করেন। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ব্যাটসম্যান। পরের দুই ব্যাটসম্যানকে বোল্ড আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন রবি। ম্যাচে ৬১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন রবি। তাঁর পারফরম্যান্সে ভর করে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ১৪ রানের লিড নেয়। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে ২৩০ রান করে।