এবার আইপিএল কেরিয়ারেও টানলেন ইতি। অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার আর অশ্বিন। আইপিএলের শেষ সংস্করণে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। গত বছর ডিসেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাওস্কার ট্রফি শেষ হওয়ার আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। যদিও আচমকায় তাঁর আইপিএল কেরিয়ার থামিয়ে দেওয়ার ঘোষণায় অবাক ক্রিকেট-বিশ্ব। কারণ, জল্পনা শুরু হয়েছিল যে ২০২৬-এর আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসে ফিরতে পারেন। 

এক্স হ্যান্ডেলে এক পোস্টে অশ্বিন লিখেছেন, "বিশেষ দিন এবং সেইজন্য একটা বিশেষ শুরু। বলা হয়, প্রত্যেক শেষের একটা নতুন শুরু থাকে। আইপিএল ক্রিকেটার হিসাবে আমার সময় আজ শেষ হচ্ছে, কিন্তু বিভিন্ন লিগের মাধ্যমে এই খেলাটাকে আবিষ্কার করার সময় আজ থেকে শুরু হচ্ছে।" তাঁর সংযোজন, "বছরের পর বছর ধরে অসাধারণ স্মৃতি এবং সম্পর্কের জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে @IPL এবং @BCCI-কে তারা এখন পর্যন্ত আমাকে যা দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার সামনে যা আছে তা উপভোগ করার এবং তার সর্বোচ্চ ব্যবহার করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"