পারথ: অস্ট্রেলিয়ায় ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হতে এখনও দিন দশেক মতো বাকি আছে। তবে তার আগেই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ ভারত। তাই প্রাক বিশ্বকাপে আইসিসির আয়োজিত দুই প্রস্তুতি ম্যাচ ছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Western Australia) প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জেতার পর আজ পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল।
শুরুতেই সাফল্য
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন অবশ্য সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও যুজবেন্দ্র চাহালকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা থাকতেও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কেএল রাহুলকে। বল হাতে ভারত শুরুটাও দারুণভাবে করে। নিজের প্রথম ওভারেই জশ ফিলিপেকে আউট করেন অর্শদীপ সিংহ। তবে প্রথমেই উইকেট হারানোর পর ডার্সি শর্ট ও নিক হবসন পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেন। পাওয়ার প্লের ছয় ওভারেই উঠে ৫৪ রান। পাওয়ার প্লে শেষের পর কয়েক ওভার ভারতীয় বোলাররা রানের গতি কমাতে খানিকটা সক্ষম হন।
তিন উইকেটের ওভার
তবে সেট শর্ট এবং হবসন তড়তড়িয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দুইজনেই নিজেদের অর্ধশতরানও পূরণ করেন। শেষমেশ ভারতকে প্রয়োজনীয় সাফল্য এনে দেন হর্ষল পটেল। ৪১ বলে ৬৪ রান করা হবসনকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই ৫২ রানে আউট হয়ে ফেরেন শর্টও। এরপর ১৭তম ওভারে অশ্বিন (Ravichandran Ashwin) জাদু। একই ওভারে এক, দুই নয়, তিন তিনটে উইকেট নেন ভারতীয় অফস্পিনার। ভুবনেশ্বর কুমারও একটি উইকেট নেন। কিন্তু শেষ ওভারে হর্ষল ১৩ রান খরচ করায় আট উইকেটের বিনিময়ে ১৬৮ রানে ইনিংস শেষ করে পশ্চিম অস্ট্রেলিয়া।
ভারতের সামনে লক্ষ্যমাত্রা একেবারেই সহজ নয়। এদিন ভারতীয় একাদশে না থাকলেও, স্লিপে ফিল্ডিং করতে দেখা যায় বিরাট কোহলিকে। তিনি ব্যাট করতে নামেন কি না, সেইদিকে সকলরেই নজর থাকবে। এদিন নির্ধারিত চার ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার অশ্বিনই। দুই উইকেট নেন হর্ষল পটেল।
আরও পড়ুন: ভারতের বিশ্বকাপের দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন শামি, সিরাজ, শার্দুল