মুম্বই: 'বিগ বস' আর বিতর্ক যেন সমার্থক। কখনও প্রতিযোগীদের ব্যবহার, কখনও তাদের অতীত আবার কখনও বা বিভিন্ন মন্তব্য, খবরের শিরোনামে থাকে এই শো। গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে 'বিগ বস সিজন ৬' (Big Boss Season 6)। আর এবারের সিজনের অন্যতম প্রতিযোগী হলেন পরিচালক সাজিদ খান (Sajid Khan)।
২০১৮ সালে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল সাজিদের বিরুদ্ধে। এই অভিযোগের পরে বেশ কিছু নিয়মের বেড়াজালও ভোগ করেন তিনি। ২০১৯ সালে সাজিদের ওপর সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়। কিন্তু সাজিদের বিগ বসের ঘরে থাকা নিয়ে আপত্তি রয়েছে অনেকেরই। দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল সাজিদের বিগ বসে অংশগ্রহণ করা নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি লিখেছিলেন।
কিন্তু এই অভিযোগ উড়িয়ে সাজিদেরই পাশে দাঁড়িয়েছিলেন পরিচালক সমিতির প্রধানেরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে তারা চিঠি দিয়ে জানিয়েছেন, সমিতির কথা মতো এক বছরের সাজা নিয়ম মতো ভোগ করেছেন সাজিদ। ২০১৯ সালের মার্চ মাসেই পরিচালকের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এই সমিতি। ফলে সাজিদ অবশ্যই নিজের পেশাদার জীবনে ফিরে যেতে পারেন।
আরও পড়ুন: Urvashi Rautela: ঋষভ পন্থের জন্য করবা চৌথ পালন করার পরিকল্পনা উর্বশী রাউতেলার?
আর এবার সাজিদকে নিয়ে মুখ খুললেন শার্লিন চোপড়া। তাঁর মত, অন্যান্য মহিলাদের সুরক্ষা নিয়ে তিনি চিন্তিত কেবল। শার্লিন এদিন সংবাদ মাধ্যমকে জানান, তাঁর একমাত্র চিন্তা সাজিদ যাতে আর কোনও মহিলাকে হেনস্থা না করতে পারে। সাজিদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করার কোনও ইচ্ছা নেই।'
এখানেই থামলেন না শার্লিন। তিনি যোগ করলেন, 'আমি অপেক্ষা করছি বিগ বস-এর নির্মাতারা আমায় কবে ডাকবেন সাজিদের যৌন হেনস্থার শিকার হওয়া এক নারী হিসেবে। আমি জাতীয় টেলিভিশনে সাজিদকে অপমান ফিরিয়ে দিতে চাই।'