মুম্বই: হাঁটুতে চোট পেয়ে এশিয়া কাপের (Asia Cup) মাঝপর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন। রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) হাঁটুতে অস্ত্রোপচার করাতে হল। কবে মাঠে ফিরবেন তিনি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক যেমন প্রশ্ন রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আদৌ খেলতে পারবেন কি না। জাডেজা জানিয়েছেন, তিনি শীঘ্রই রিহ্যাবিলিটেশন শুরু করবেন।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন জাডেজা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে, হাঁটুর অস্ত্রোপচারের পর ওয়াকার নিয়ে হাঁটছেন। জাডেজা লিখেছেন, 'অস্ত্রোপচার সফল হয়েছে। অনেকেরই গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা ও সমর্থনের জন্য ধন্যবাদ প্রাপ্য। ভারতীয় ক্রিকেট বোর্ড। আমার সতীর্থরা। সাপোর্ট স্টাফ ও ফিজিও, চিকিৎসক এবং অবশ্যই সমর্থকেরা। দ্রুত মাঠে ফেরার লক্ষ্যে রিহ্যাব শুরু করব। সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ'।
শুক্রবারই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় চলতি এশিয়া কাপে (Asia Cup 2022) আর খেলতে দেখা যাবে না রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। হাঁটুর চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তারকা অলরাউন্ডার। তাঁর পরিবর্তে সুযোগ পান গুজরাতের অলরাউন্ডার অক্ষর পটেল।
পাশে কিংবদন্তি
একটা ক্যাচ ফেলে দেওয়ায় রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র কটূক্তির শিকার হয়েছেন অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের নেপথ্যে অনেকেই অর্শদীপের সুযোগ নষ্ট করাকে দায়ী করছেন।
তবে তরুণ ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ভারতীয় দল। তাঁকে আগলে রাখার চেষ্টা করছেন প্রাক্তন ক্রিকেটারেরাও। সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar) অর্শদীপকে সান্ত্বনা দিয়েছেন। উৎসাহও দিয়েছেন। সেই সঙ্গে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মাস্টার ব্লাস্টার।
সচিন ট্যুইটারে লিখেছেন, 'দেশের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিট মাঠে নিজের সেরাটা দেয়। দেশের জন্য সবসময় নিজেকে নিংড়ে দেয়। ওদের প্রয়োজন আমাদের দিক থেকে অগাধ সমর্থন। মনে রাখবেন, খেলার মাঠে কোনওদিন জিতবেন, কোনওদিন হারবেন। কিন্তু ক্রিকেট বা অন্য যে কোনও খেলাকে ব্যক্তিগত আক্রমণের জায়গা বানাবেন না। অর্শদীপ, আরও পরিশ্রম করে যাও'।
আরও পড়ুন: থামল 'মিস্টার আইপিএল'-এর বর্ণময় কেরিয়ার, সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না