জামনগরে রবীন্দ্র জাডেজার অডি-র ধাক্কা স্কুটিতে, জখম মহিলাকে হাসপাতালে পৌঁছে দিলেন ক্রিকেটারই
ভারতের হয়ে ১০০-র বেশি ওয়ান ডে, ২৫টি টেস্ট, ৩৯টি টি-২০ ম্যাচে খেলেছেন জাডেজা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রসঙ্গত, জাডেজা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ান ডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলে ছিলেন। তবে টি-২০ সিরিজে বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। সেজন্যই তিনি বর্তমানে জামনগরে রয়েছেন।
টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার। রবীন্দ্র জাডেজা। তাঁর অডি গাড়ি জামনগরে ধাক্কা মেরেছে স্কুটিতে। শনিবারের ঘটনা।
সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন জাডেজা। নিজেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যান। খবরে প্রকাশ, মেয়েটি জামনগরের এক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া।
অলরাউন্ডার তারকা থাকেন জামনগরের জগার্স পার্ক এরিয়ার পার্ক কলোনি সোসাইটিতে। কোনও কাজে সস্ত্রীক অডি চেপে বেরিয়েছিলেন জাডেজা। হঠাত্ তাঁর গাড়ির পিছন দিকে ধাক্কা লাগে এক স্কুটির। তাতে ছিলেন এক মহিলা। আরোহী মহিলা আঘাত পান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -