নয়াদিল্লি: হাঁটুতে চোট পেয়ে এশিয়া কাপের (Asia Cup) মাঝপর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। গত সপ্তাহে সফলভাবে তাঁর হাঁটুতে অস্ত্রোপ্রচারও হয়েছিল। অস্ত্রোপ্রচারের পর ওয়াকার হাতে নিজের ছবি পোস্ট করেছিলেন জাডেজা। এবার আরও এক নতুন ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন ভারতীয় তারকা।
জাডেজার ইঙ্গিতপূর্ণ বার্তা
গত সপ্তাহের ওয়াকারের বদলে জাডেজার শেয়ার করা ছবিতে তাঁকে ক্রাচ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অস্ত্রোপ্রচার হওয়া জাডেজার ডান হাঁটু মোটা ব্যান্ডেজে মোড়া রয়েছে। ছবির ক্যাপশনে জাডেজা লিখেছেন. 'ওয়ান স্টেপ অ্যাট এ টাইম।' অর্থাৎ তাড়াহুড়ো নয়, বরং ধীরে ধীরে এক পা করেই ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যের দিকে এগোতে আগ্রহী রবীন্দ্র জাডেজা। এখনও না হলেও, শ্রীঘ্রই তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার কথা। জাডেজার ভারতীয় দলে ফেরার দিকেই তাকিয়ে রয়েছে আপামোর ভারতীয় জনগণ।
তবে পরের মাসে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁর পক্ষে ফিট হওয়া সম্ভব নয়। তাই বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয় দলেও সুযোগ পাননি জাডেজা। তাঁর বদলে এশিয়া কাপ জাতীয় দলে ডাক পেয়েছিলেন অক্ষর পটেল। তাঁকেই বিশ্বকাপের মূল স্কোয়াডেও রাখা হয়েছে। দলে চারজন বিশেষজ্ঞ ব্যাটার রাখা হয়েছে। তাঁরা হলেন রোহিত, কে এল রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হিসাবে রয়েছেন দীপক হুডা, হার্দিক পাণ্ড্য। দুই উইকেটকিপার ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক।
তিন স্পিনার আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও অক্ষর পটেল। এঁদের মধ্যে অক্ষর অলরাউন্ডারের ভূমিকাই পালন করবেন। চার পেসার হিসাবে রয়েছেন বুমরা, হর্ষল, ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিংহ। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে আসিফ আলির ক্যাচ ফেলে প্রবল সমালোচিত হলেও বাঁহাতি পেসার অর্শদীপের ওপর আস্থা রেখেছেন নির্বাচকেরা।
নির্বাচিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল ও অর্শদীপ সিংহ।
স্ট্যান্ড বাই: মহম্মদ শামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা, খেলবেন বিদেশি লিগে?