কলম্বো টেস্টের তৃতীয় দিনের ৫৮-তম ওভারের শেষ বল করার পর বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের দিকে বল ছোঁড়েন জাডেজা। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ক্রিজ ছাড়েননি। তা সত্ত্বেও তাঁর দিকে বল ছোঁড়েন জাডেজা। বলটি অল্পের জন্য করুণারত্নের পাশ দিয়ে চলে যায়। এই ঘটনার পরেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে জাডেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার। আইসিসি সূত্রে খবর, জাডেজা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। ফলে কোনও শুনানি ছাড়াই তাঁকে শাস্তি দেওয়া হল।
এর আগে ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টে আইসিসি আচরণবিধির ২.২.১১ ধারা লঙ্ঘন করেন জাডেজা। সেই ঘটনার জন্য তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়। একইসঙ্গে ৩ ডিমেরিট পয়েন্টও পান জাডেজা।