কলম্বো: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের পরেই ভারতীয় দলের পক্ষে খারাপ খবর। আজ কলম্বোয় জয়ের নায়ক রবীন্দ্র জাডেজা আইসিসি-র আদর্শ আচরণবিধি ভঙ্গ করায় সিরিজের তৃতীয় টেস্টে নির্বাসিত হলেন। তাঁর বিরুদ্ধে আইসিসি-র আচরণবিধির ২.২.৮ ধারা লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সেই কারণেই নির্বাসিত করা হল বলে জানিয়েছে আইসিসি। এক ম্যাচ নির্বাসনের পাশাপাশি জাডেজা ৬ ডিমেরিট পয়েন্টও পেলেন। আগামী দু বছরের মধ্যে তিনি যদি ৮ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে চার সাসপেনশন পয়েন্ট পাবেন। এর ফলে দুটি টেস্ট ম্যাচ, চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং সম সংখ্যক টি-২০ ম্যাচের মধ্যে যেগুলি আগে হবে সেগুলিতে নির্বাসিত হতে পারেন জাডেজা।


কলম্বো টেস্টের তৃতীয় দিনের ৫৮-তম ওভারের শেষ বল করার পর বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের দিকে বল ছোঁড়েন জাডেজা। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ক্রিজ ছাড়েননি। তা সত্ত্বেও তাঁর দিকে বল ছোঁড়েন জাডেজা। বলটি অল্পের জন্য করুণারত্নের পাশ দিয়ে চলে যায়। এই ঘটনার পরেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে জাডেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার। আইসিসি সূত্রে খবর, জাডেজা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। ফলে কোনও শুনানি ছাড়াই তাঁকে শাস্তি দেওয়া হল।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্টে আইসিসি আচরণবিধির ২.২.১১ ধারা লঙ্ঘন করেন জাডেজা। সেই ঘটনার জন্য তাঁর ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয়। একইসঙ্গে ৩ ডিমেরিট পয়েন্টও পান জাডেজা।