নয়াদিল্লি: সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের ফিট থাকার প্রেরণা যোগানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন তারকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা। উল্লেখ্য, সম্প্রতি মোদী নেদারল্যান্ডস সফরে গিয়েছিলেন। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে মোদীকে একটি সাইকেল উপহার দেন। সেই সাইকেলে মোদীর চড়ার ছবি প্রকাশিত হয়।  এরপর জাদেজাও ওয়েস্ট ইন্ডিজে টিম হোটেলের বাইরে সাইকেল চালান। নিজের সাইকেল চালানোর ছবির সঙ্গে প্রধানমন্ত্রীর সাইকেলে চড়ার ছবি ট্যুইটারে পোস্ট করেন জাদেজা। শারীরিক ফিটনেসের জন্য সাইকেল চালানো খুবই কার্যকরী। এই বার্তা ভারতীয়দের দেওয়ার জন্য মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জাদেজা। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের দুটি ম্যাচে দলের বাইরেই ছিলেন জাদেজা। তাঁর জায়গায় খেলছেন কুলদীপ যাদব। আজ অ্যান্টিগাতে ভারতের তৃতীয় ম্যাচ।