লন্ডন: একসময় ভারতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই নিয়মিত খেলার সুযোগ পেলেও, বেশ কিছুদিন ধরেই শুধু টেস্ট দলে জায়গা পাচ্ছেন রবীন্দ্র জাডেজা। এবারের ইংল্যান্ড সফরে আবার প্রথম চারটি টেস্টেই খেলার সুযোগ পাননি তিনি। পঞ্চম টেস্টে খেলার সুযোগ পাওয়ার পর এই বাঁ হাতি স্পিনার ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটেই খেলতে চান।
জাডেজা বলেছেন, ‘ভারতের হয়ে খেলছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। যদি কোনওদিন ভাল পারফরম্যান্স দেখাতে পারি, তাহলে তিন ফর্ম্যাটেই খেলার সুযোগ পেতে পারি। সুযোগ পেলে ভাল খেলাই আমার লক্ষ্য। যে কোনও একটি ফর্ম্যাটে খেলার সুযোগ পেলে অসুবিধা হয়। কারণ, একেকটি সিরিজের মাঝে বেশ কিছুদিনের বিরতি থাকে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা ও ছন্দ নষ্ট হয়ে যায়। এই অবস্থায় সবসময় নিজেকে তৈরি রাখতে হয়। সুযোগ পেলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয়।’
চলতি টেস্ট সিরিজে প্রথমবার খেলার সুযোগ পেয়ে হতাশ করেননি জাডেজা। এখনও পর্যন্ত তিনি ২৬ ওভার বল করে ৭০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এই অলরাউন্ডার জানিয়েছেন, দেশের হয়ে খেলার সুযোগ পেলে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ভাল পারফরম্যান্স দেখাতে চান।
জাতীয় দলের হয়ে ৩ ফর্ম্যাটেই খেলতে চান, জানালেন জাডেজা
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2018 05:30 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -