বেঙ্গালুরু: এবারের আইপিএল-এ নিজেদের শেষ ম্যাচ জিতে শুধু সম্মানরক্ষাই নয়, কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে যাওয়ার স্বপ্নও বাঁচিয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ জিতলে প্লে-অফে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যেত সানরাইজার্স হায়দরাবাদের। তবে টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে জয় পেল আরসিবি। ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এবারের আইপিএল শেষ করল বিরাট কোহলির দল। ১৪ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১২। ফলে আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেল। প্লে-অফে যেতে হলে জিততেই হবে দীনেশ কার্তিকদের।

এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের ৪৩ বলে ৭০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৭৫ রান করে হায়দরাবাদ। আরসিবি-র হয়ে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং নবদীপ সাইনি দু’টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় আরসিবি। ২০ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান পার্থিব পটেল (০), বিরাট (১৬) ও এবি ডিভিলিয়ার্স (১)। সেই সময় মনে হচ্ছিল হায়দরাবাদ সহজেই জিতে যাবে। কিন্তু সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন শিমরন হেটমায়ার (৭৫) ও গুরকিরত সিংহ মান (৬৫)। এই দুই ব্যাটসম্যানের জুটিতে ১৪৪ রান যোগ হয়। তাঁরা ফিরে যাওয়ার পর ওয়াশিংটন সুন্দরও (০) ফিরে যাওয়ায় ফের চাপে পড়ে গিয়েছিল আরসিবি। তবে শেষ ওভারের প্রথম দু’টি বলে চার মেরে দলকে জয় এনে দেন উমেশ যাদব।