দুবাই: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৫ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অধিনায়ক বিরাট কোহলি করলেন ৫০ রান। এবি ডিভিলিয়ার্স করেন ৩৯ রান। কিন্তু দলের সেরা দুই ব্যাটসম্যানই আজ দ্রুতগতিতে রান তুলতে পারেননি। তার ফলেই বড় স্কোর গড়তে পারল না আরসিবি। ম্যাচ জিততে হলে বোলারদের খুব ভাল পারফরম্যান্স দেখাতে হবে। কারণ, বিপক্ষ দলে মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, ফাফ দু প্লেসির মতো অভিজ্ঞ ও দক্ষ ব্যাটসম্যানরা আছেন।


আজ আরসিবি-র ইনিংসের শুরুটা ভালই হয়। তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল করেন ২২ রান। অপর ওপেনার অ্যারন ফিঞ্চ ১৫ রান করেন। এরপর জুটি বাঁধেন বিরাট ও এবি। কিন্তু ১৭.৩ ওভারে দলের ১২৮ রানের মাথায় এবি ফিরে যাওয়ার পর আর বেশি রান ওঠেনি। অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান বিরাট। শেষদিকে ক্রিজে আসা মইন আলি (১), ক্রিস মরিস (২), গুরকিরত সিংহ মান (২ অপরাজিত), ওয়াশিংটন সুন্দররা (৫) দলের রান বাড়াতে পারেননি।

চেন্নাইয়ের হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন স্যাম কারান। জোড়া উইকেট নেন দীপক চাহার। একটি উইকেট নেন মিচেল স্যান্টনার।