নয়াদিল্লি: ‘মন কি বাত’-এ উৎসবের সময় দেশবাসীকে সংযত থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এবার পুজো মণ্ডপে আগের মত ভিড় হয়নি। উৎসবে মানুষ সংযত থাকছেন। করোনাকালে উৎসবে সংযত থাকতে হবে। সীমান্তে মোতায়েন সেনাদের কথা উৎসবের সময় খেয়াল রাখতে হবে। সীমান্তে মোতায়েন সেনা জওয়ানদের সঙ্গে আছে গোটা দেশ। উৎসবের সময় সেনা জওয়ানদের কথা মনে রেখে তাঁদের জন্য প্রদীপ জ্বালান। ’
‘ভোকাল ফর লোকাল’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খাদি আধুনিক ফ্যাশনের অঙ্গ। খাদির মাস্ক তৈরি হচ্ছে, জনপ্রিয়ও হচ্ছে। এবার কেনাকাটা করতে যাওয়ার সময় ‘ভোকাল ফর লোকাল’ সংকল্পের কথা মাথায় রাখতে হবে আমাদের। কিছু কেনার সময় স্থানীয় পণ্যকেই অগ্রাধিকার দিতে হবে। ভারত এখন ‘খাদি হাব’-এ পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আমাদের পণ্য কিনছেন। সবাই খাদির পণ্য কিনুন এবং দেশকে আত্মনির্ভর করে তুলুন। ’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উৎসবের সময় লকডাউনের কথা মনে রাখতে হবে। সেই সময় আমরা সমাজের ঘনিষ্ঠ সহযোগীদের কথা জানতে পেরেছি, যাঁরা না থাকলে আমাদের দৈনন্দিন জীবনযাপন কঠিন হয়ে যেত। সাফাইকর্মী, গৃহকর্মী, নিরাপত্তারক্ষীরা কঠিন সময়ে আমাদের সঙ্গে ছিলেন। এখন উৎসবের সময় তাঁদের সঙ্গে নিয়েই চলতে হবে আমাদের।’
করোনাকালে উৎসবে সংযত থাকতে হবে, ‘মন কি বাত’-এ বার্তা প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Oct 2020 12:01 PM (IST)
ফের ‘ভোকাল ফর লোকাল’ স্লোগান প্রধানমন্ত্রীর।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -