দুবাই: এবারের আইপিএল-এর ২৫-তম ম্যাচে আজ মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন বিরাট।
আজ পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে থাকা আরসিবি-র সঙ্গে ৬ নম্বরে থাকা সিএসকে-র লড়াই। এখনও পর্যন্ত ৫ ম্যাচ খেলে তিনটি জিতে ৬ পয়েন্ট পেয়েছেন বিরাটরা। অন্যদিকে, ৬ ম্যাচ খেলে দু’টি জিতে ৪ পয়েন্ট পেয়েছে ধোনিবাহিনী। ফলে আজকের ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিরাট জানিয়েছেন, আজকের ম্যাচে তাঁর দলে দু’টি বদল হয়েছে। খেলছেন ক্রিস মরিস ও গুরকিরত সিংহ মান। বাদ পড়েছেন মইন আলি ও মহম্মদ সিরাজ। ধোনি জানিয়েছেন, তাঁর দলে একটি বদল হয়েছে। কেদার যাদবের বদলে দলে এসেছেন এন জগদিশন।
চেন্নাই সুপার কিংস দল- শেন ওয়াটসন, ফাফ দু প্লেসি, অম্বাতি রায়াডু, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), এন জগদিশন, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও কর্ণ শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল- দেবদত্ত পাড়িক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, গুরকিরত সিংহ মান, শিবম দুবে, ক্রিস মরিস, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চাহল।
RCB vs CSK, Toss Update: সিএসকে-র বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে আরসিবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 07:07 PM (IST)
আইপিএল-এ আজ ধোনি-বিরাটের লড়াই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -