দুবাই: জাতীয় দলকে যতই সাফল্য এনে দিন না কেন, আইপিএল-এ অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত দলকে চূড়ান্ত সাফল্য এনে দিতে পারেননি বিরাট কোহলি। তাঁর ব্যক্তিগত রেকর্ড উজ্জ্বল হলেও, দল এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারও কি ট্রফি অধরাই থেকে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের? গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বিরাটরা যেভাবে পর্যুদস্ত হয়েছেন, তাতে তাঁদের নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না বিশেষজ্ঞরা।


অন্যদিকে, আইপিএল-এ চারবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারলেও, পরের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও ছন্দে। ফলে আজ মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচের আগে মানসিকভাবে এগিয়ে রোহিতের দল।

ব্যাঙ্গালোর দলে ব্যাটিংয়ের চেয়েও বোলিং বিভাগ নিয়ে চিন্তা বেশি। কারণ, ডেল স্টেইন, শিমব দুবে, উমেশ যাদবের মতো পেসাররা খুব বেশি রান দিচ্ছেন। ফলে বোলিং বিভাগে পরিবর্তন আনার কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। ক্রিস মরিস যদি ১০০ শতাংশ ফিট হয়ে যান, তাহলে হয়তো আজ তাঁকে খেলতে দেখা যেতে পারে। এছাড়া শ্রীলঙ্কার অলরাউন্ডার ইসুরু উদানা ও মহম্মদ সিরাজকেও দলে রাখা হতে পারে। অলরাউন্ডার হিসেবে আইপিএল-এ সাফল্য পাওয়া মইন আলিকে হয়তো আজও মাঠের বাইরেই বসে থাকতে হবে।

অন্যদিকে, মুম্বইয়ের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি চোট পাওয়া নাথান কুল্টার-নাইল। তিনি এখনও ১০০ শতাংশ ফিট নন বলেই জানা গিয়েছে। ফলে আজও হয়তো তিনি মাঠের বাইরেও থাকবেন।

আজকের ম্যাচটি অধিনায়ক হিসেবে বিরাটের ১৫০-তম টি-২০ ম্যাচ। এখনও পর্যন্ত তিনি ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ৩৭টি এবং আরসিবি-র অধিনায়ক হিসেবে ১১২টি ম্যাচ খেলেছেন।