RCB vs MI, IPL 2020 LIVE Streaming: আজ কখন, কীভাবে দেখা যাবে রাজস্থান-পঞ্জাব ম্যাচ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2020 06:48 PM (IST)
দু’দলেরই আজ এবারের আইপিএল-এ তৃতীয় ম্যাচ।
দুবাই: আইপিএল-এ আজ মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আজ এবারের আইপিএল-এ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছেন বিরাটরা। অন্যদিকে, মুম্বইও আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছেন রোহিতরা। দুরন্ত ফর্মে জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, হার্দিক পাণ্ড্যরা। ফলে আজ দুর্দান্ত লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটা থেকে। আজকের এই খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচ ডি, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৩ এইচ ডি চ্যানেলে। এছাড়া বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে। অনলাইনে ম্যাচ সম্প্রচারিত হবে ডিজনি+হটস্টারে। ম্যাচের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন https://bengali.abplive.com/sports -এ।