বেঙ্গালুরু: ফাফ ডুপ্লেসি (Faf du Plessis) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দুরন্ত অর্ধশতরানে ভর করে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে নয় উইকেটের বিনিময়ে ১৮৯ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। তবে চিন্নাস্বামীর ভাল ব্যাটিং উইকেটে এই দুই আরসিবি তারকা বাদে আর কেউ বড় রান করতে পারেননি। ফলে আরসিবি দু'শো রানের গণ্ডি পার করতে পারেনি।


ব্যর্থ বিরাট


এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। রাজস্থান শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করে। ২০১৯ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে বিরাটকে ইনসুইংয়ে পরাজিত করে প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। এদিন বাংলার শাহবাজ আমেদকে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয়। তবে তিনিও ব্যাট হাতে ব্যর্থ হন। ১২ রানের মধ্যে পরপর দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আরসিবি। তবে এরপরই আরসিবি ইনিংসের দায়িত্ব সামলান ফাফ ও গ্লেন। এই দুই তারকার শতরানের পার্টনারশিপই আরসিবিকে চাপের জায়গা থেকে মুক্ত করে। 


ম্যাক্সওয়েল এবং ডুপ্লেসির সুবাদে তড়তড়িয়ে এগোচ্ছিল আরসিবির ইনিংস। যেখানে রাজস্থানের বোলাররা উইকেট নিতে চাপে পড়েছিলেন, সেখানে শেষমেশ ডুপ্লেসিদের শতরানের পার্টনারশিপ ভাঙেন ফিল্ডার যশস্বী জয়সবাল। ডাইরেক্ট হিটে উইকেট ভেঙে ৬২ রানে ডুপ্লেসিকে ফেরান জয়সবালই। পরের ওভারেই ম্যাক্সওয়েলকে ফেরান আর অশ্বিন। ৪৪ বলে ৭৭ রানের ধুঁয়াধার ইনিংস খেলার পর সাজঘরে ফিরতে হয় ম্যাক্সওয়েল। দুই সেট ব্যাটার আউট হওয়ার পর আরসিবির ইনিংস সম্পূর্ণভাবে ছন্দ হারিয়ে ফেলে।


ব্যাটিং ধস


দীনেশ কার্তিক ১৬ রান করেন বটে, তবে তাছাড়া আর কেউই রান পাননি। সুয়াশ প্রভুদেশাই শূন্য এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬ রানে রান আউট হন। ৪৫ রানে সাত উইকেট হারায় আরসিবি। এদিন ট্রেন্ট বোল্ট ও সন্দীপ শর্মা দুইটি করে উইকেট নিয়েছিলেন বটে। তবে দুইজনে যথাক্রমে ৪১ ও ৪৯ রান খরচ করেন। দলের দুই তারকা স্পিনার অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নেন। 


 



 


আরও পড়ুন: সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ শেষেই বিশেষ অতিথির সঙ্গে দেখা করলেন ধোনি, ভাইরাল হল ভিডিও