কোচি: জলপরিবহণ এখন আরও আরামদায়ক। নেপথ্যে 'গডস ওন কান্ট্রি', কেরল (Kerala News)। সেখানে চালু হতে চলেছে ওয়াটার মেট্রো পরিষেবা (Water Metro Services), দেশের মধ্যে যা সর্বপ্রথম। ২৫ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শহুরে জীবনযাপনে নিত্যযাত্রাকে আরও আরামদায়ক করে তুলতেই এই পরিষেবার সূচনা বলে জানিয়েছে কেরল সরকার। 


জলপথে সহজেই হবে যাত্রা, যানজটের ঝামেলাও নেই


নাম শুনে ধন্দ বোধ হলেও, ওয়াটার মেট্রো আসলে অভিনব জল পরিবহণের মাধ্যম। দেখতে স্টিমার বা লঞ্চের মতো। তবে পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। ভাড়াও সাধারণের সাধ্যের মধ্যে। জলপথে সহজেই হবে যাত্রা, যানজটের ঝামেলাও নেই। ফলে সময়ে পৌঁছনোও সম্ভব, আবার যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্যেরও রেশও রয়ে যায় মনে। কোচি শহরে এ বার এই ওয়াটার মেট্রো চালু হতে চলেছে। 


দিল্লি সূত্রে খবর, যাতায়াত সহজতর করে তুলতেই এমন উদ্যোগ। এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মেট্রো পরিষেবাকে শুধু মাত্র স্থলভাগে সীমাবদ্ধ রাখতে চাননি তিনি। বরং ন্যূনতম ভাড়ায় উচ্চমানের পরিষেবা প্রদানই লক্ষ্য তাঁর। কোচির পর আগামী দিনে ধীরে ধীরে দেশের অন্য শহরেও ওয়াটার মেট্রো পরিষেবা চালুর লক্ষ্য রয়েছে বলেও জানা গিয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে চলেছে শীঘ্রই।



আরও পড়ুন: Covid Update: ১০ হাজারের উপরে দৈনিক সংক্রমণ, মৃত্যু ২৯ কোভিড আক্রান্তের


কেরলের বন্দর শহর কোচি। ১ হাজার ১৩৬ কোটি খরচে ওয়াটার মেট্রো পরিষেবা চালু হচ্ছে সেখানে। কোচি সংলগ্ন ১০টি দ্বীপকে সংযুক্ত করা হবে এর মাধ্যমে। ওয়াটার মেট্রো পরিষেবা চালু হলে কেরলের উন্নয়ন আরও বর্ধিত হবে বলে মত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিদ্যুৎচালিচত মোট ৭৮টি ওয়াটার বোট নামানো হচ্ছে। তার জন্য় গড়ে তোলা হয়েছে ৩৮টি টার্মিনালও। জার্মানির একটি সংস্থাও এই প্রকল্পে যুক্ত ছিল।


২৪ এপ্রিল থেকে দেশের সাত শহরে, আটটি অনুষ্ঠানে মোদি


৩৬ ঘণ্টার সফরে বেরোচ্ছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে ৫ হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। আর সেই যাত্রাতেই কোচিতে ওয়াটার মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। ২৪ এপ্রিল থেকে দেশের সাত শহরে, আটটি অনুষ্ঠানে অংশ নেবেন। প্রথমে দিল্লি থেকে খাজুরাহো, তার পর রেওয়া হয়ে ফের খাজুরাহো ফিরবেন। সেখান থেকে রওনা দেবেন কোচির উদ্দেশে।