নয়াদিল্লি: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলার তদন্ত করছে সিবিআই। সুশান্তর মৃত্যুর পর তিনমাসের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর মৃত্যু খুন, না আত্মহত্যা, তা নিয়ে জল্পনা চলছেই। এরইমধ্যে ফরেনসিক রিপোর্টে খুনের কথা খারিজ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনায় চক্রান্ত নেই। এটি আত্মহত্যার ঘটনা। এইমসের মেডিক্যাল বোর্ড সোমবার সিবিআই-কে তাদের অনুসন্ধান রিপোর্ট মুম্বইয়ের কূপার হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য সহ সিবিআইকে দিয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুশান্তর ময়না তদন্তের পর্যালোচনাকারী এইমসের প্যানেলের প্রধান ড. সুধীর গুপ্তা বলেছেন, এটি আত্মহত্যা, খুনের ঘটনা নয়।
জানা গেছে, এইমসের ফরেনসিক রিপোর্টে হত্যার তত্ত্ব খারিজ করে দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যেভাবে মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে বিষপ্রয়োগ বা অন্য কোনও চক্রান্ত নেই, এটি আত্মহত্যার ঘটনা।
জানা গেছে, এইমসের রিপোর্ট পাওয়ার পর সিবিআই এই মামলা আত্মহত্যার দৃষ্টিকোণ থেকে তদন্ত করবে। অর্থাৎ, কী কারণে সুশান্ত আত্মহত্যা করলেন, সেই উত্তর খোঁজার চেষ্টা চলবে। জানার চেষ্টা হবে, কেউ ৩৪ বছরের অভিনেতাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করেছিলেন কিনা।
উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তর দেহ উদ্ধার হয়। এই মামলার তদন্তভার সিবিআই গ্রহণের আগে মুম্বই পুলিশও সুশান্তর মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছিল।
সুশান্তের বাবা এই ঘটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন।
aiims,Bollywood,Sushant Singh Rajput
‘আত্মহত্যার ঘটনা’, এইমসের রিপোর্টে সুশান্ত সিংহ রাজপুতকে খুনের তত্ত্ব নাকচ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Oct 2020 02:24 PM (IST)
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলার তদন্ত করছে সিবিআই। সুশান্তর মৃত্যুর পর তিনমাসের বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর মৃত্যু খুন, না আত্মহত্যা, তা নিয়ে জল্পনা চলছেই। এরইমধ্যে ফরেনসিক রিপোর্টে খুনের কথা খারিজ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই ঘটনায় চক্রান্ত নেই। এটি আত্মহত্যার ঘটনা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -