নয়াদিল্লি: বছরের শেষ দিনে ফুটবলপ্রেমীদের জন্য খারাপ খবর। প্রয়াত হলেন রিয়াল কাশ্মীর ফুটবল দলের মালিক সন্দীপ ছাট্টো। নয়াদিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। দেশের রাজধানীতে একটি কাজের জন্য এসেছিলেন সন্দীপ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। রিয়াল কাশ্মীর এফসির সিনিয়র দলের ম্যানেজার উমর সন্দীপের মৃত্যুর খবরটি প্রকাশ্যে এনেছেন। জম্মুতেই সন্দীপের শেষকৃত্য সম্পন্ন হবে। বর্তমানে আই লিগ খেলছে রিয়াল কাশ্মীর। ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।


এদিকে, আইএসএল দল জামশেদপুর এফসির নতুন কোচ ঘোষণা হয়ে গেল বছরের শেষ দিনে। প্রাক্তন লাল হলুদ কোচ খালিদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ এবং এএফসি প্রো লাইসেন্সপ্রাপ্ত কোচ, জানুয়ারিতে শুরু হওয়া কলিঙ্গ সুপার কাপ দিয়ে জামশেদপুর এফসির সাথে তার যাত্রা শুরু করবেন। এরপর শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ২০২৩-২৪ মরসুমের বাকি ম্যাচগুলো। তিনিই প্রথম ভারতীয় যিনি ইন্ডিয়ান সুপার লিগের স্থায়ী প্রধান কোচ এবং একমাত্র ভারতীয় কোচ যিনি কোনও দলকে আইএসএল প্লে অফে গাইড করেছেন। খালিদের দুর্দান্ত কেরিয়ারের মধ্যে রয়েছে আইজলের হয়ে ২০১৬-১৭ মরসুমে আই লিগ সেরা কোচের পুরস্কার এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে এফপিএআই ইন্ডিয়ান ফুটবল অ্যাওয়ার্ড, বর্ষসেরা কোচ (২০২০-২১)।


এদিকে, হকি ফাইভ এস বিশ্বকাপের জন্য ভারতের পুরুষ ও মহিলা দল ঘোষণা করল হকি ইন্ডিয়া (Hockey India)। ওমানের মাসকাটে এফআইএফ হকি ফাইভ এস টুর্নামেন্ট আয়োজিত হবে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে মহিলাদের হকি ফাইভ এস বিশ্বকাপের আসর। এছাড়া ২৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে পুরুষদের হকি বিশ্বকাপের আসর।


মহিলাদের বিশ্বকাপে মোট ১৬টি দল অংশ নিতে চলেছে। ফিজ, মালয়েশিয়া, নেদারল্যান্ড ও ওমান পুল এ-তে রয়েছে। যেখানে অস্ট্রেলিায়, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন ও জাম্বিয়া পুল বি-তে রয়েছে। পুল ডি-তে রয়েছে নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, থাইল্যান্ড ও উরুগুয়ে। 


ভারতীয় পুরুষ হকি দলে রয়েছেন সিমরনজিৎ সিংহ। যিনি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। এছাড়াও মনদীপ মাের রয়েছেন। দলে গোলরক্ষক হিসেবে আছেন সুরজ কারকেরা ও প্রশান্ত কুমার চৌহান। ডিফেন্সে মনজিতের সঙ্গে থাকবেন মনদীপ মোর। মিডফিল্ডে মহম্মদ রাহিল হুসেন ও মনিন্দর সিংহ রয়েছেন। এছাড় ফরোয়ার্ড লাইনে আছেন পবন রাজভোর, গুরজ্যোৎ সিংহ, উত্তম সিংহ ও সিমরনজিৎ।