মাদ্রিদ: বয়স মাত্র ১৮। অথচ এই বয়সেই তাঁর পা যেন কথা বলে। বল পায়ে অবিশ্বাস্য সমস্ত কাণ্ড ঘটাতে পারেন। বিশ্ব ফুটবলের নতুন মেসি (New Messi) বলা হচ্ছে তাঁকে।
সেই আর্দা গুলারকে (Arda Guler) কার্যত ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার (Barcelona) মুঠো থেকে।
তুর্কি 'বিস্ময় বালক' আর্দা গুলার এরই মধ্যে 'তুরস্কের মেসি' নামে পরিচিত হয়ে উঠেছেন। জার্মানির কিংবদন্তি মেসুত ওজিল (Mesut Ozil) ফেনেরবাচে ছাড়ার পর ক্লাবের ১০ নম্বর জার্সির মালিকও হয়েছিলেন তিনিই। চলতি দলবদলের বাজারে তাঁর দিকে নজর ছিল ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। তবে দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত তাদের টেক্কা দিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ছিনিয়ে নিল গুলারকে।
সব কিছু ঠিকঠাক চললে, রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন ফেনেরবাচের ১৮ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার আর্দা গুলার। দুই ক্লাব এরই মধ্যে সহমত হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে কোন পক্ষই তাঁর দলবদলের বিষয়ে বিবৃতি দেয়নি। বরং বেশ লুকোচুরি করা হচ্ছে।
দলবদলের নির্ভরযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গুলারকে দলে নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ভারতীয় মুদ্রায় প্রায় ১৮০ কোটি টাকা। তবে শর্তসাপেক্ষে এই ফি বাড়তেও পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ যদি তুরস্কের এই তারকাকে বিক্রি করে, তবে সেই অর্থের ২০ শতাংশ যাবে ফেনেরবাচের কাছে। সেদিক থেকেও লাভবান হবে ফেনারবাচে।
প্রাথমিকভাবে ঠিক ছিল, ২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন গুলার। তবে চলতি মরশুমেই তাঁকে ক্লাবে দেখা যেতে পারে। শীঘ্রই সান্তিয়াগো বের্নাব্যুতে তাঁর শারীরিক পরীক্ষা নেওয়া হবে। ক্লাবের সমর্থকদের সামনে তাঁকে হাজির করা হবে। গুলারের সঙ্গে রিয়াল ৬ বছরের জন্য চুক্তি করছে বলেই খবর।
গত মরশুমে ফেনেরবাচের হয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন গুলার। ৩৫ ম্যাচে নিজে ৬ গোল করার পাশাপাশি করিয়েছেন ৭ গোল। দারুণ ড্রিবলিং ক্ষমতার কারণে এরই মধ্যে লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে গুলারকে। বলা হচ্ছে, তিনি নতুন মেসি।
গুলারকে দলে নেওয়ার লড়াইয়ে ছিল প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও। ১৮ বছর বয়সী তারকার প্রতি বিশেষ নজর ছিল বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের। কিন্তু শেষ পর্যন্ত রিয়াল সবাইকে টেক্কা দিল। চুক্তি কার্যত পাকা করে নিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial