নয়াদিল্লি: যোগেশ্বর দত্তর পর এবার মিলখা সিংহ। সলমন খানকে ভারতীয় অলিম্পিক দলের গুডউইল অ্যাম্বাসডর করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ক্রীড়ামহলে।


রিও অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা দূত হিসেবে ‘রিল কুস্তিগীর’ সলমন খানের নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন রিয়েল লাইফের কুস্তিগীর যোগেশ্বর দত্ত। যোগেশ্বর জানিয়েছেন, তিনি এই খবরে খুশি নন।

রবিবার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মিলখা সিংহ।  যদিও ভারতীয় হকি দলের অধিনায়ক সরদার সিংহ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।



টুইটারে যোগেশ্বর বলেন, দূতের আসল কাজটা ঠিক কী? দেশের মানুষকে বোকা বানানো বন্ধ করুন। তিনি আরও বলেন, প্রত্যেকেরই নিজের ছবি প্রচারের অধিকার আছে। কিন্তু অলিম্পিকটা ছবি প্রচার করার জায়গা নয়।




 



এতেই থেমে থাকেননি যোগেশ্বর। তিনি আরও বলেন, পিটি উষা, মিলখা সিংহের মতো ক্রীড়াব্যক্তিত্ব যেখানে রয়েছেন, সেখানে তাঁদের কেন দূত হিসেবে ভাবা হল না। দেশের দুঃসময়ে তাঁরাই বিশ্বে ভারতকে গর্বিত করেছেন।

 


যোগেশ্বরের এই বিরোধিতা সম্পর্কে সলমনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, আসন্ন অলিম্পিকে ভারতীয় প্রতিনিধিদলের শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত হয়েছেন ‘সুলতান’-এর নায়ক সলমন খান। এবছর অগাস্ট মাসে ব্রাজিলের রিও শহরে অলিম্পিকের আসর বসতে চলেছে।
বক্সার মেরি কম, হকি অধিনায়ক সর্দার সিংহ এবং শ্যুটার অপূর্বী চাণ্ডেলা সহ বিভিন্ন ক্রীড়াবিদের উপস্থিতিতে সমলনের নাম ঘোষণা করা হয়। নতুন ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে সলমন জানান, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত।