ওয়াশিংটন: ভারতের কলসেন্টার কর্মীদের ব্যঙ্গ করলেন আমেরিকার নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভারতীয়দের ইংরেজি উচ্চারণ নিয়ে ঠাট্টা করলেন তিনি। পাশাপাশি অবশ্য ভারতের প্রশংসাও করেছেন ট্রাম্প। ভারতীয় নেতাদের ওপর তাঁর কোনও ক্ষোভ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ডেলাওয়ায় এক প্রচার সভায় ট্রাম্প ভারতীয় কল সেন্টারের কর্মীদের ব্যঙ্গ-বিদ্রুপ করে বুঝিয়ে দিয়েছেন যে, আমেরিকার বিভিন্ন কোম্পানির আউটসোর্সিং-র বিরোধী তিনি।
ডেলাওয়ার আমেরিকার ব্যাঙ্কিং ও ক্রেডিট কার্ড শিল্পের কেন্দ্র। ব্যাঙ্ক অফ আমেরিকা, সিটিব্যাঙ্ক ডেলাওয়ার, এম অ্যান্ড টি ব্যাঙ্ক এবং পিএনবি ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপের মতো কোম্পানি রয়েছে এখানে। এখানে সভায় ট্রাম্প জানান, তিনি তাঁর ক্রেডিট কার্ড কোম্পানির গ্রাহক পরিষেবা সেন্টার কোথায়, তা জানার জন্য ফোন করেছিলেন। তাঁর ফোন ধরেন ভারতের এক কল সেন্টার কর্মী। এরপর কী ভাবে তাঁরা ফোন ধরেন, কথা বলেন এমনকী ফোন কাটেন— তা নকল করে দেখান ট্রাম্প।
ট্রাম্র বলেছেন, এই সব আমেরিকান কোম্পানিগুলি ভারতের মতো বিভিন্ন দেশ থেকে তাদের গ্রাহক পরিষেবার আউটসোর্সিং করে প্রচুর অর্থ উপার্জন করছে। এভাবে আমেরিকা থেকে ব্যবসা অন্যত্র সরিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়ায় আমেরিকার নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তিনি বলেছেন, ‘ শিশুর হাত থেকে ক্যান্ডি ছিনিয়ে নেওয়ার মতো করে আমেরিকার থেকে ব্যবসা অন্য কোনও দেশ ছিনিয়ে নিয়ে যাবে, এমনটা হতে পারে না।’
ট্রাম্প বলেছেন, ভারত, চীন বা অন্যান্য দেশের প্রতি তিনি হতাশ নন। তিনি হতাশ আমেরিকান নেতৃত্বের প্রতি। উল্লেখ্য, প্রচারের শুরু থেকেই ট্রাম্প দেশে কর্মসংস্থান ফেরাতে ভারত-চিন প্রভৃতি দেশ থেকে আউটসোর্সিং বন্ধ করার পক্ষে সওয়াল করে আসছেন।
ভারতীয় কলসেন্টার কর্মীদের ইংরেজি উচ্চারণ নিয়ে ব্যঙ্গ ট্রাম্পের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Apr 2016 04:16 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -