আল আমিরাত: টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে পরপর দুই ম্যাচ জিতে মূল পর্বে কার্যত পৌঁছেই গিয়েছে স্কটল্যান্ড। তবে ক্রিকেটের পাশাপাশি চর্চা চলছে স্কটল্যান্ডের জার্সি নিয়েও। যে জার্সির নকশা করে চমকে দিয়েছে এক খুদে!
এখনও অবধি টুর্নামেন্টে সবথেকে বড় বিস্ময়কর ফলাফল বলতে বাংলাদেশের বিরুদ্ধে স্কটল্যান্ডের দুর্দান্ত জয়। পাশাপাশি আলোচনার কেন্দ্রে স্কটল্যান্ডের জার্সি। আর পাঁচটি নামী সংস্থা তো তাদের জার্সি ডিজাইন করেইনি বরং এক খুদের নকশা করা জার্সি পরেই তারা এবারের বিশ্বকাপে নামছে। যার বয়স শুনলে চমকে ওঠাই স্বাভাবিক। কাইল কোয়েৎজারদের জার্সির ডিজাইন করেছে ১২ বছরের রেবেকা ডাউনি।
স্কটল্যান্ড ক্রিকেটের তরফে বাংলাদেশ ম্যাচ চলাকালীন স্কটিশ জার্সি পরিহিত রেবেকার এক ছবি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে তাকে জার্সিটির ডিজাইন করার জন্য ধন্যবাদ জানানো হয়েছে। এক প্রতিযোগিতার মাধ্যমে রেবেকার ডিজাইনটি বেছে নেওয়া হয় বলে শোনা যাচ্ছে।
বাংলাদেশের রক্তচাপ আরও বাড়িয়ে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচেও বড় জয় ছিনিয়ে নিল স্কটল্যান্ড। পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে দিলেন কাইল কোয়েৎজাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি দল অংশ নেবে। যার মধ্যে আইসিসি ক্রমপর্যায়ে থাকা প্রথম আট দল সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে। বাকি চারটি জায়গার জন্য লড়াই করছে আট দল। যে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল মূলপর্বে খেলবে।
গ্রুপ বি-তে রয়েছে স্কটল্যান্ড, ওমান, বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি। মঙ্গলবার পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে কার্যত মূল পর্বে পৌঁছে গেল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। ২ ম্যাচের শেষে ৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে স্কটল্যান্ড। তাদের শেষ ম্যাচ বাকি ওমানের সঙ্গে। সেই ম্যাচে হেরে গেলেও মূল পর্বে যেতে সমস্যা হওয়ার কথা নয় স্কটল্যান্ডের। কারণ, দুই ম্যাচ জেতায় তাদের রান রেট ভাল।