মুম্বই: গোড়ালির চোটে ভুগছিলেন। বিশ্বকাপের পর থেকে মাঠে নামতে দেখা যায়নি তাঁকে। অস্ত্রোপচার করিয়েছিলেন পায়ের। ইতিমধ্যেই আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন তিনি। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন শামি। সেখানে দেখা যাচ্ছে যে গোড়ালির সেলাই খুলেছে তাঁর। সেই আপডেট দিয়ে শামি লেখেন, ''আমার শরীরে একটি আপডেট দিতে চাই। অস্ত্রোপচারের ১৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমার সেলাইও কাটা হয়ে গিয়েছে। দ্রুত সুস্থ হয়ে উঠছি আমি। আমি এর জন্য সবার কাছে কৃতজ্ঞ। আগামীর জন্য অপেক্ষার করছি।''


 






এর আগে বোর্ড সচিব জয় শাহও জানিয়েছিলেন, ''শামির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ও দেশে ফিরে এসেছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ও ফিরতে পারে।'' বোর্ডের পক্ষ থেকে যে বিবৃতি গতকাল দেওয়া হয়েছিল, সেখানে লেখা হয়েছে, ''গোড়ালির চোটে ভুগছিলেন মহম্মদ শামি। গত ২৬ ফেব্রুয়ারি অস্ত্রোপচার হয়েছিল শামির। টাটা আইপিএলের আগামী মরশুম থেকে ছিটকে গিয়েছেন শামি। তাঁকে এবারের আইপএলে দেখতে পাওয়া যাবে না।'' 


উল্লেখ্য, ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়েছিলেন শামি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। এমনকী ইঞ্জেকশন নিয়েও খেলে গিয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা এই অভিজ্ঞ ডানহাতি পেসার। এরপর থেকে আর মাঠে দেখা যায়নি শামিকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে খেলতে উড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখানেও তাঁকে দেখা যায়নি। এছাড়াও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেখানে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। কিন্তু সেই সিরিজেই শামিকে পাওয়া যায়নি। আইপিএলের আগে মনে করা হচ্ছিল যে শামি হয়ত সুস্থ হয়ে উঠবেন। গুজরাত টাইটান্স শিবিরের হয়ে আইপিএলে খেলেন শামি। তবে গতকালের বিবৃতির পর এটাও পরিষ্কার যে আইপিএলেও শামিকে পাওয়া যাবে না।


আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্য়াচে আরসিবি ও চেন্নাই মুখোমুখি হতে চলেছে। ২৪ মার্চ গুজরাত টাইটান্স তাঁদের প্রথম ম্য়াচ খেলতে নামবে মুম্বইয়ের বিরুদ্ধে।