চলতি বছরে টেস্টে ৫০ উইকেট অশ্বিনের
Web Desk, ABP Ananda | 19 Nov 2016 02:51 PM (IST)
বিশাখাপত্তনম: রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে সাফল্য পাননি রবিচন্দ্রন অশ্বিন। এর জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল টেস্টে এক নম্বর বোলারকে। দ্বিতীয় টেস্টেই এই অফস্পিনার বুঝিয়ে দিলেন, কেন তিনি এক নম্বর। ইংল্যান্ডের ৫ উইকেট নিয়ে চলতি বছরে টেস্টে ৫০ উইকেট দখল করলেন অশ্বিন। এই নিয়ে টেস্টে ২২ বার ৫ উইকেট নেওয়া হয়ে গেল এই অফস্পিনারের। আরও পড়ুন, কোহলির অর্ধশতরান, তৃতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত গত বছরও টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন অশ্বিন। পরপর দু বছর ৫০ উইকেট নেওয়া হয়ে গেল তাঁর। এর আগে হরভজন সিংহ এই কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনি ২০০১ ও ২০০২ সালে টেস্টে ৫০ উইকেট নিয়েছিলেন। এ বছর আরও তিনটি টেস্ট খেলার সুযোগ পাবেন অশ্বিন। ফলে তাঁর উইকেটসংখ্যা নিঃসন্দেহে বাড়বে। অশ্বিনের আগে এ বছর টেস্টে ৫০ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ। তাঁর উইকেটসংখ্যা এই মুহূর্তে ৫৪। আশা করা যায় হেরাথকে টপকে যাবেন অশ্বিন।