লন্ডন: করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে ক্রিকেটারদের বাঁচানোর জন্য একগুচ্ছ বিধির কথা জানিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু অনেক ক্রিকেটারই সেই বিধি মানছেন না। করোনা প্রোটোকল ভাঙায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছিলেন ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চার। সোমবার রাতে রাজকোটের রাস্তায় স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। অভিযোগ, তাঁর স্ত্রীর মুখে মাস্ক ছিল না। সেই নিয়ে এক মহিলা কনস্টেবলের সঙ্গে তাঁদের বচসা হয়। এবার করোনা প্রোটোকল ভেঙে দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের কাউন্টির এক তরুণ ক্রিকেটার।


কাউন্টি দল কেন্টের এই ক্রিকেটারের নাম জর্ডন কক্স। ১৯ বছরের এই ব্যাটসম্যান সোমবারই একাধিক রেকর্ড গড়েন। বব উইলিস ট্রফিতে সাসেক্সের বিরুদ্ধে ম্যাচে তিনি ২৩৭ রানে অপরাজিত ছিলেন। জ্যাক লিনিংয়ের সঙ্গে তাঁর অপরাজিত জুটিতে ৪২৩ রান যোগ হয়। কিন্তু এরপরেই করোনা সুরক্ষাবিধি ভঙ্গ করে তাঁকে তরুণ ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। এই ঘটনার জেরেই তাঁকে মিডলসেক্সের বিরুদ্ধে ম্যাচে বাদ দেওয়া হচ্ছে।

কেন্টের ডিরেক্টর অফ ক্রিকেট পল ডাউনটন বলেছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সের পরেই জর্ডন আমাদের দলের মেডিক্যাল প্রোটোকল ভঙ্গ করল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এই প্রোটোকল কঠোরভাবে মেনে চলছি। জর্ডনকে সেলফ-আইসোলেশনে থাকতে হবে। এছাড়া অন্য কোনও উপায় নেই।’

করোনা প্রোটোকল ভঙ্গ করার জন্য ক্ষমা চেয়ে এই তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমার আচরণের ফল কী হবে, সেটা বুঝতে পারছি। পরের ম্যাচ খেলতে পারব না বলে খারাপ লাগছে। আমি দলকে ডুবিয়ে দিলাম। যা হয়েছে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত।’