ওয়েলিংটন: টেস্টে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন বাঁ হাতি অলরাউন্ডার সাকিব আল-হাসান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেসিন রিজার্ভে বৃষ্টিবিঘ্নিত টেস্টে প্রথম ইনিংসে ২১৭ রান করেছেন সাকিব। অধিনায়ক মুশফিকুর রহিমের (১৫৯) সঙ্গে পঞ্চম উইকেটে ৩৫৯ রানের পার্টনারশিপ গড়েছেন সাকিব। টেস্টে এটাই বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশিপ। এই দুই ব্যাটসম্যানের অসাধারণ ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ৮ উইকেটে ৫৯৫। এরপর ইনিংস ডিক্লেয়ার করে দেন মুশফিকুর। তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ২৯২। ১১৯ রানে অপরাজিত টম লাথাম। ফলে ড্রয়ের দিকে যাচ্ছে এই টেস্ট।
বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্বিশতরান করেছেন সাকিব। তাঁর আগে সর্বোচ্চ রান ছিল তামিম ইকবালের ২০৬। সেই রান টপকে গেলেন সাকিব। তিনি তামিমের আরও একটি রেকর্ড ভাঙলেন। ২০১৫ সালের এপ্রিলে খুলনায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৩১২ রানের পার্টনারশিপ গড়েছিলেন তামিম ও ইমরুল কায়েশ। সেটাই এতদিন ছিল টেস্টে যে কোনও উইকেটে বাংলাদেশের সেরা পার্টনারশিপ। সেই রেকর্ড ভেঙে দিলেন সাকিব-মুশফিকুর।
সাকিবের ২১৭, মুশফিকুরের ১৫৯, রেকর্ড পার্টনারশিপ বাংলাদেশের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jan 2017 02:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -