পানাজি: অপেক্ষার অবসান। ঐতিহাসিক শুরুর আগে নতুন চেহারার খোঁজ দিল লাল-হলুদ শিবির। আসন্ন আইএসএল মরশুমের জন্য সোমবার এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রকাশ করা হল তাদের জার্সি।


চিরাচরিত লাল-হলুদে মোড়া হোম জার্সির পাশাপাশি অ্যাওয়ে ও থার্ড কিটও প্রকাশ করা হয়েছে। বাংলার তরুণ ডিজাইনার মেঘনা নায়েক-র মস্তিষ্কপ্রসূত জার্সিগুলির ধরণ। মশালের আগুনের ছোঁয়া বোঝাতে রয়েছে বিশেষ ডিজাইন।

নতুন জার্সি দেখে উচ্ছ্বসিত কোচ রবি ফাউলার বলেছেন, ‘ক্লাবের লাল-হলুদ রংয়ের ঐতিহ্যকে আধুনিকতায় বেঁধে দারুণ জার্সি হয়েছে। ক্লাবের মশাল এগিয়ে নিয়ে চলার ইঙ্গিতও সামিল।’

হোম তথা লাল-হলুদ জার্সি পরে ফটোশুটে নামা নরউইচ সিটির প্রাক্তন স্ট্রাইকার অ্যান্টনি পিলকিংটন জানান, এর মধ্যেই জার্সিটার প্রেমে পড়েছি। এই দারুণ জার্সিটা পরে মাঠে নামার তর সইছে না।

সাদা অ্যাওয়ে জার্সির সঙ্গে রয়েছে নীলের ছোঁয়া। যা পরে ফটোশুট করেছেন ড্যানি ফক্স। আর থার্ড কালো রংয়ের জার্সি গায়ে চাপিয়ে সামনে আনা হয়েছে জেজে লালপেখলুয়ার ছবি। জাতীয় দলের ফুটবলার জেজের কথা, প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে চাপানো।