লিসবন: ফুটবলপ্রেমীরা লাল ও হলুদ কার্ডের সঙ্গে পরিচিত। দুই কার্ড কী অর্থবহন করে, তা মোটামুটি সব ফুটবলপ্রেমীই জানেন। তবে এবার লাল বা হলুদ কার্ড নয়, ফুটবল মাঠে দেখা গেল সাদা কার্ড। পর্তুগালে মহিলাদের ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবন বনাম বেনফিকার (Benfica vs Sporting Lisbon) ডার্বি ম্যাচে সাদা কার্ডই দেখালেন রেফারি। ফুটবলের ইতিহাসে এর আগে কোনওদিন কোনও রেফারিকে মাঠে সাদা কার্ড (White Card in Football) দেখাতে দেখা যায়নি।

সাদা কার্ডের ব্যবহার

কিন্তু কী এই সাদা কার্ড, কোন ক্ষেত্রেই বা এই কার্ডের ব্যবহার দেখা যাবে? রিপোর্ট অনুযায়ী মাঠে খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেওয়া ক্লাবগুলিকে স্বীকৃতি জানাতেই এই সাদা কার্ডের প্রচলন করা হয়েছে। খেলায় নৈতিক মূল্য উন্নতির জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্য়ালারিতে অসুস্থ হয়ে পড়া এক সমর্থকের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে দুই দলের মেডিক্যাল স্টাফই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এর জন্য দুই দলের উদ্দেশেই রেফারি সাদা কার্ড দেখান। প্রসঙ্গত, আপাতত কেবল পর্তুগালেই এই সাদা কার্ড দেখানো চালু হয়েছে। 

ফিফার আরও বেশ কিছু কর্মসূচীও আপাতত পর্তুগালেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল দীর্ঘ ইনজুরি টাইম। গত মাসে ফিফা ফুটবল বিশ্বকাপে প্রায় সব ম্যাচেরই নির্ধারিত ৯০ মিনিটের শেষে দীর্ঘক্ষণ ইনজুরি টাইম যোগ করা হয়। পর্তুগালের লিগেও কিন্তু একই নিয়ম চালু হয়েছে। অন্যান্য লিগগুলিও এই সাদা কার্ড ব্যবহার চালু করে কি না, সেটাই দেখার।

 

রোনাল্ডোর অভিষেক

সদ্যই লিওনেল মেসির প্যারিস সঁ জরমেঁর বিরুদ্ধে সৌদি আরবে নিজের অভিষেক ম্যাচ খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেই ম্যাচে দুই গোল করে ম্যাচ সেরাও নির্বাচিত হন পর্তুগিজ মহাতারকা। তবে পিএসজির বিরুদ্ধে ম্যাচটি ছিল প্রদর্শনী ম্যাচ। নতুন ক্লাব আল নাসরের (Al Nassr) হয়ে অভিষেক ঘটানো বাকি ছিল। অবশেষে আল নাসরের হয়ে আল ইত্তিফাখের বিরুদ্ধে ম্যাচে বহু প্রত্যাশিত অভিষেক ঘটালেন রোনাল্ডো। নিজের অভিষেক ম্যাচেই দলের অধিনায়কত্ব করলেন রোনাল্ডো।

পিএসজির বিরুদ্ধে অল স্টার ম্যাচে প্রথমার্ধে দুই গোল পেলেও, কিন্তু এদিন বল জালে জড়াতে ব্যর্থ হন রোনাল্ডো। অবশ্য মহাতারকার উপস্থিতি গোটা গ্যালারিকে ম্যাচের ৯০ মিনিট মাতিয়ে রাখল। রোনাল্ডো গোল না পেলে, তাঁর দল কিন্তু ম্যাচ জিতল। আব্দুলমাজেদের এক ক্রস থেকে গোল করতে রোনাল্ডো প্রাণপন চেষ্টা করেন। তবে সেই ক্রস রোনাল্ডোর মাথার অনেকটা উপর দিয়েই চলে যায়। রোনাল্ডো বলের নাগাল না পেলেও, ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা সেই বল পেয়ে গোল করতে ভুল করেননি। তালিস্কার একমাত্র গোলেই জয় পেল আল নাসর। এই ম্যাচে জয়ের সুবাদে সৌদি আরবের লিগে শীর্ষে পৌঁছে গেল রোনাল্ডোর দল। গত বারের চ্যাম্পিয়ন আল হিলালের থেকে তারা লিগ শীর্ষে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: অপরাজিত রেকর্ড অব্যাহত রাখাই লক্ষ্য, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওড়িশার মুখোমুখি বাংলা