কলকাতা: প্রথম টেস্টের পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে আসেন বিরাট কোহলি। অস্থায়ী অধিনায়কের ভার পেয়ে ২-১ ফলে সিরিজ জিতে মাথা উঁচু করে দেশে ফিরেছেন অজিঙ্কা রাহানে। চোট-আঘাতে সিরিজের বাইরে ছিটকে যাওয়া সেরা, অভিজ্ঞদের ছাড়াই তাঁর নেতৃত্বে বেশ কয়েকজন আনকোরা ক্রিকেটারকে নিয়ে ব্রিসবেন টেস্ট জেতে ভারত। গাব্বা সহ পুরো সিরিজে রাহানের ফিল্ডিং সাজানো, সময়মতো বোলার বদল নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের অনেকেই রাহানের হাতেই ভবিষ্য়তে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া সিরিজের প্রথম দুটি টেস্টে অধিনায়ক পদে ফিরেছেন সেই কোহলিই।
কিন্তু রাহানে না কোহলি, এই প্রশ্নে দ্বিতীয়জনের পক্ষেই সওয়াল করেছেন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার ব্র্য়াড হগ। কোহলি নেতৃত্বের দায়িত্ব পেলে অনেক ভাল ব্য়াটিং করেন, তা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলে তাঁর ব্য়াটিংয়ে প্রভাব পড়তে পারে বলে দাবি করেছেন তিনি। হগ বলেছেন, যখন ক্যাপ্টেন থাকে, তখন অনেক ভাল ব্যাটিং করে ও। আমার মতে, এতে বদল হলে ভারতীয় টিমের সংস্কৃতিটাই ধ্বংস হয়ে যাবে। ওর ব্যাটিংয়ে প্রভাবে পড়তে পারে। ও হয়তো এটা হোক চাইবে না, কিন্তু এটা হবেই। নিজের ইউটিউব চ্যানেলে এহেন অভিমত প্রকাশের পাশাপাশি হগ অবশ্য রাহানের নেতৃত্বগুণের প্রশংসা করে বলেছেন, অস্ট্রেলিয়ায় শেষ তিনটে টেস্টে অজিঙ্কা রাহানে চমত্কার ভূমিকা পালন করেছেন। মাথাটা ঠান্ডা, ধীর-স্থির শান্ত। স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেন। উত্তেজিত হন না, মাথা গরম করেন না। দারুণ নেতা। কিন্তু আমি ওঁকে সহ অধিনায়ক পদেই চাইব, কেননা বিরাট কোহলি সামনে থেকে নেতৃত্ব দেন বলে মনে করি।
পাশাপাশি সীমিত ওভারের ম্যাচে শ্রেয়স আয়ারের বদলে ঋষভ পন্থকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এই প্রাক্তন স্পিনার। পন্থ অস্ট্রেলিয়ার মাঠে নিজের জাত চিনিয়েছেন বলে সওয়াল করে হগ বলেছেন, আমি ওকে রাখার কথা বলব কেননা ওর মধ্যে সেই আত্মবিশ্বাস, আমি পারি, এই জেদটা আছে। টেস্ট সিরিজে দুটো ম্যাচ জেতানো ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছে ও। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের হয়ে খেলার চেয়ে বড় কিছু হয় না। ওকে আমি আয়ারের জায়গায় রাখব। ব্যাটিং, বোলিংয়ে গভীরতা আনতে সব রাস্তা ভাবতে হবে। আয়ার বা সঞ্জু স্যামসনের বদলে ও থাকুক। হগের অভিমত, ওকে বল করা কঠিন কেননা ও নানা ধরনের শট মারতে পারে, যা অন্য যে কোনও ব্যাটসম্যান থেকে ওকে আলাদা করেছে। ওকে রাখুন।
ক্যাপ্টেন থাকলে ব্যাটিং ভাল হয় কোহলির, ওকে সরালে ভারতীয় টিমের সংস্কৃতিটাই নষ্ট যাবে, মত এই প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2021 10:43 PM (IST)
গাব্বা সহ পুরো সিরিজে রাহানের ফিল্ডিং সাজানো, সময়মতো বোলার বদল নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের অনেকেই রাহানের হাতেই ভবিষ্য়তে টেস্ট দলের নেতৃত্ব তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ঘরোয়া সিরিজের প্রথম দুটি টেস্টে অধিনায়ক পদে ফিরেছেন সেই কোহলিই। কিন্তু রাহানে না কোহলি, এই প্রশ্নে দ্বিতীয়জনের পক্ষেই সওয়াল করেছেন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার ব্র্য়াড হগ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -