মুম্বই: রাত পোহালেই বিয়ে করতে চলেছেন বলিউড তারকা বরুণ ধবন। কাল মহারাষ্ট্রের আলিবাগে দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন বরুণ। তাঁর বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। সঙ্গীত অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই আলিবাগে পৌঁছে গিয়েছেন বরুণ। আজ সাদা টি-শার্ট ও নীল জিন্স পরা এই বলিউড তারকাকে গাড়ি থেকে নামতে দেখা যায়। আলোকচিত্রীদের ডাকে সাড়া দিয়ে কিছুক্ষণের জন্য থামেন বরুণ। এরপর তিনি ভিতরে চলে যান।
এটাই এ বছরের প্রথম তারকাখচিত বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। বরুণের বিয়ে নিয়ে বলিউডে জোর আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়াতেও চর্চা হচ্ছে। বরুণের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, করোনা অতিমারীর কথা মাথায় রেখেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দুই পরিবারেই অনেক বয়স্ক মানুষ আছেন। তাই করোনা-সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিবারের ঘনিষ্ঠরাই শুধু এই অনুষ্ঠানে আমন্ত্রিত। দুই পরিবার মিলিয়ে মাত্র ৪০ জন থাকবেন।
তবে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরুণ ও নাতাশার পরিবারের লোকজন এবং তাঁদের স্কুলের বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া কর্ণ জোহর, সলমন খান, শাহরুখ খানের মতো বলিউড তারকাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। গত সপ্তাহেই সব আমন্ত্রিত ব্যক্তির কাছে ই-কার্ড পাঠানো হয়েছে। তবে শাহরুখ সম্ভবত বরুণের বিয়েতে হাজির থাকতে পারবেন না। কারণ, তিনি এখন সিদ্ধার্থ আনন্দের ‘পঠান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। শিল্পা শেট্টি, রাজ কুন্দ্রা, শশাঙ্ক খৈতান, বাসু ভাগনানি, রেমো ডি’সুজাদের অবশ্য থাকার কথা।
কিছুদিন আগে একটি চ্যাট শোয়ে করিনা কপূরের সঙ্গে কথোপকথনের সময় নাতাশার সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলামেলাভাবে নানা কথা জানান বরুণ। তিনি বলেন, ‘আমি যখন ক্লাস সিক্সে পড়তাম, তখন প্রথম নাতাশাকে দেখি। আমাদের সম্পর্ক অবশ্য অনেক পড়ে শুরু হয়। আমরা ক্লাস ইলেভেন পর্যন্ত শুধু বন্ধুই ছিলাম। তবে ওকে প্রথমদিন দেখার কথা এখনও মনে আছে। আমরা তখন বাস্কেটবল কোর্টে ছিলাম। মধ্যাহ্নভোজের বিরতির সময় আমাদের খাবার খেতে দেওয়া হত। নাতাশা হেঁটে আসছিল। তখনই আমি ওকে দেখি।’
বরুণ আরও জানিয়েছেন, ‘নাতাশাকে দেখার পরেই আমি ওকে ভালবেসে ফেলি। কিন্তু আমি ওকে সে কথা জানানোর পর তিন-চারবার প্রত্যাখ্যাত হতে হয়। তবে আমি হাল ছাড়িনি।’
বরুণকে সম্প্রতি পর্দায় দেখা গিয়েছে ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে। সেই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন সারা আলি খান। এরপর কিয়ারা আডবাণীর বিপরীতে ‘যুগ যুগ জিও’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে বরুণকে। এই ছবিতে নীতু কপূর ও অনিল কপূরকেও অভিনয় করতে দেখা যাবে।
Varun Natasha Wedding: রাত পোহালেই বরুণ-নাতাশার বিয়ে, জোরকদমে চলছে প্রস্তুতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jan 2021 08:48 PM (IST)
Varun Dhawan-Natasha Dalal Wedding: বরুণ-নাতাশার বিয়েতে আমন্ত্রিত কর্ণ জোহর, সলমন খান, শাহরুখ খানের মতো বলিউড তারকারা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -