সিলেট: নিজেদের অষ্টম এশিয়া কাপ ফাইনালে (Women's Asia Cup final) শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ভারতীয় দল (INDW vs SLW)। প্রথম ইনিংসে দুরন্ত বোলিং পারফরম্যান্সে ভর করে রেকর্ড সপ্তম এশিয়া কাপ জয়ের দিকে এক পা বাড়িয়েই রাখল ভারত। রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কোয়াড়ের বোলিংয়ে কার্যত অসহায় আত্মসমর্পন করলেন লঙ্কান ব্যাটাররা। কোনওক্রমে ৫০ রানের গণ্ডি টপকেই অল আউট হয়ে গেল চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল।
নতুন বলে রেণুকার দাপট
সেমিফাইনালে তাইল্যান্ডের বিরুদ্ধে ৭৪ রানের বড় ব্যবধানে দুরন্ত জয় পেয়েছিল ভারত। সেই একাদশ থেকে একটি বদল করে এদিন মাঠে নামে ভারত। রাধা যাদবের বদলে ফাইনালে ভারতীয় একাদশে ফেরেন হেমলতা। এদিন টসে জেতেন চামারি। বড় ম্যাচে প্রথমে বোর্ডে রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলারই পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা। সেই লক্ষ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চামারি। তবে শ্রীলঙ্কান দলের শুরুটাও ভাল হয়নি। ১০ রানের গণ্ডি পার করার আগেই চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। নতুন বল হাতে আগুন ঝরান রেণুকা ঠাকুর (Renuka Thakur)।
তিনি শুরুতেই তিন তিনটি উইকেট নেন। শুরুতেই চাপে পড়ে যাওয়ার পর গোটা ইনিংসে কোনও সময়ই সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি শ্রীলঙ্কান ব্যাটাররা। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকেন তাঁরা। রেণুকার পর বল হাতে দাপট দেখান ভারতীয় দলের স্পিনাররা। রাজেশ্বরী গায়কোয়াড় এবং স্নেহ রানা শ্রীলঙ্কা দলকে চাপমুক্ত হওয়ার বিন্দুমাত্র সুযোগ দেননি। শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে মাত্র দুইজনই দুই অঙ্কের রান করতে পারেন। সাত নম্বরে ব্যাটে নামা ওশাদি ফার্নান্ডো ১৩ রান করেন।
ফেভারিট ভারত
দশে নামা ইনোকা রানায়িরা লঙ্কান দলের হয়ে সর্বাধিক ১৮ রান করেন। লঙ্কান অধিনায়ক ওশাদি এদিন ছয় রানের বেশি করতে পারেননি। নিজেদের ইনিংসে নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও নয় উইকেটে ৬৫ রানেই থামল লঙ্কান ইনিংস। এই পরিস্থিতিতে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল যে সপ্তমবার এশিয়া কাপ জয়ের জন্য ফেভারিট, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: এশিয়া কাপে বাবরের সঙ্গে কী কথা হয়েছিল? খোলসা করলেন রোহিত