মেলবোর্ন: কাল থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড। তবে ভারত ইতিমধ্যেই সুপার ১২-এ পৌঁছে যাওয়ায় টিম ইন্ডিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হতে এখনও সপ্তাহখানেক বাকি। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজের বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। সেই ম্যাচের আগে পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর সমীকরণ সম্পর্কে খোলামেলা রোহিত।


বাবরের সঙ্গে কথোপকথন


দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই টান টান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। এই ম্যাচের দিকে গোটা বিশ্বের নজর থাকে। তাই স্বাভাবিকভাবেই বাড়তি চাপও থাকে। তবে সেই চাপকে উপেক্ষা করতেই খেলা নয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়ে ভারত-পাক খেলোয়াড়রা নিজেদের মধ্যে কথা বলেন বলেই জানান রোহিত। মাসখানের আগে এশিয়া কাপে পাকিস্তান ম্যাচের কথা টেনে এনে রোহিত বলেন, 'এশিয়া কাপে যখন আমাদের দেখা হয়েছিল, তখন আমরা সারাটা সময় ধরেই নিজেদের পরিবারের বিষয়ে কথাবার্তা বলছিলাম। আমাদের নিজেদের জীবন, কী কী গাড়ি রয়েছে, সেই বিষয়েও আলোচনা হয়। ওদের (পাকিস্তান) বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব সম্পর্কে আমরা ভালভাবেই অবগত। তবে সারাক্ষণ সেই নিয়েই কথা বলা, ভাবনাচিন্তা করার কোনও মানে হয় না।'


সূর্যর প্রশংসা


আসন্ন বিশ্বকাপে অনেকেই মনে করছেন সূর্যকুমার যাদব ভারতের হয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটার। আইসিসির বিচারে তিনি বর্তমানে টি-টোয়েন্টিতে এক নম্বর ভারতীয় ব্যাটারও বটে। রোহিত কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে সূর্যই ভারতের 'এক্স ফ্যাক্টার'। রোহিত বলেন, 'আশা করছি সূর্য নিজের ফর্ম ধরে রাখতে পারবে। ও ভীষণই গুরুত্বপূর্ণ একজন সদস্য এবং আমাদের দলের এক্স ফ্যাক্টারও বটে।'


টুর্নামেন্ট শুরুর আগের দিন ১৬টি দলের সকল অধিনায়ক এক মেগা সাংবাদিক সম্মেলনে আজ উপস্থিত হয়েছিলেন। সেখানেই নিজেদের হাবভাবের মাধ্যমে সিংহভাগ দলের অধিনায়করা বুঝিয়ে দিলেন যে তাঁরা মাঁকড়ীয় পদ্ধতিতে ব্যাটারদের আউট করার পক্ষে নন। সাংবাদিক সম্মেলনে বারংবার ঘুরেফিরিয়ে মাঁকড়ীয় পদ্ধতিতে আউট করার প্রসঙ্গ উঠে আসে। এক সাংবাদিক কোনওরকম রাখঢাক না করেই সোজা স্টেজে উপস্থিত অধিনায়কদের উদ্দেশ্যে বলেন, 'আপনারা যারা মাঁকড় আউট করার পক্ষে, অনুগ্রহ করে তাঁরা নিজেদের হাত তুলবেন।' এর জবাবে স্টেজে উপস্থিত কোনও অধিনায়কই তাঁদের হাত তোলেননি। ফলে জল্পনা শুরু হয়েছে যে সম্ভবত এই বিশ্বকাপে কোনও ব্যাটারকে মাঁকড় পদ্ধতিতে আউট করা হবে না। অবশ্য সেই সময় স্টেজে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা উপস্থিত ছিলেন না।


আরও পড়ুন: পাকিস্তানের মূল দলে সুযোগ পেলেন ফখর, দুই বদল বাংলাদেশ স্কোয়াডেও