নয়াদিল্লি: প্রায় দু বছর পর মেন ইন ব্লু-র অধিনায়কের দায়িত্বে দেখা গিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিকে। এশিয়া কাপের সুপার ফোরের একটি ম্যাচে। আফগানিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। অধিনায়ক হিসেবে সেটি ছিল ধোনির ২০০ তম ম্যাচ। এর আগে ১৯৯ ম্যাচে দলের অধিনায়ক ছিলেন। কিন্তু দু বছর পর ধোনির ২০০ তম ম্যাচে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, নির্বাচকরা এই ঘটনায় আদৌ খুশি নন।
এশিয়া কাপে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেজন্য অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। ফাইনালে ওঠার পর গ্রুপ ফোরের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত পাঁচ নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। ওই খেলোয়াড়দের মধ্যে ছিলেন রোহিতও। এছাড়াও খেলানো হয়নি শিখর ধবন, জসপ্রিত বুমরাহ, ভূবনেশ্বর কুমার ও লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলকে। এভাবে প্রথমসারির পাঁচ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন নির্বাচকরা।
একসঙ্গে এতজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ায় ধোনিকে দলের অধিনায়কত্ব করতে হয়।
ওই ম্যাচে জিততে পারেনি ভারত। রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচটি টাই হয়।
২০০ তম ম্যাচে ধোনির অধিনায়কত্ব নিয়ে খুশি নন নির্বাচকরা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2018 07:10 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -