বিরাট দেশবাসীর উদ্দেশে লেখেন, 'আমাদের দেশকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য আমাদের একসঙ্গে কাজ করা উচিত। আসুন আমরাই আমাদের দেশের শক্তি হয়ে উঠি এবং দেশকে আরও উঁচুতে তুলে ধরি। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।'
মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ট্যুইট, 'সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমাদের দেশের দর্শনই হোক আমাদের এগিয়ে চলার মন্ত্র।' রোহিত শর্মাও ট্যুইট করে ৭২তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঋষভ পন্থ ট্যুইটারে লিখেছেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা। কোনও কিছুই দেশের প্রতিনিধিত্ব করার সঙ্গে তুলনা করা যায় না।'
সুরেশ রায়না ট্যুইট করেন, 'সেই সমস্ত ভারতবাসীকে কুর্নিশ যাঁরা দেশকে আরও উন্নত করতে অবদান রেখেছেন। আসুন কঠিন এই সময়ে একে অপরের শক্তি হয়ে উঠি।' যুবরাজ সিংহের ট্যুইট, 'বৈচিত্রের মধ্যেও একতা রয়েছে, এরকম একটা দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমি যেখানেই থাকি না কেন, তেরঙা উড়তে দেখা সব সময়ই আমাকে গর্বিত করেছে।'
সমস্ত ভারতীয়দের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন। ১৯৫০ সালে এই দিনে ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল এবং তখন থেকে এই তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এবং তিন বছর পরে দেশের সংবিধান কার্যকর হয়েছিল। সংবিধানটি ভারতীয় গণপরিষদ দ্বারা ১৯৪৯ সালের ২৬ নভেম্বর স্বাধীন প্রজাতন্ত্র হওয়ার জন্য গৃহীত হয়েছিল। তবে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এটি কার্যকর করা হয়েছিল।