উরি হামলার পর থেকেই কূটনৈতিক স্তরে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। দু দেশের সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রীড়াক্ষেত্রেও দেখা যাচ্ছে। বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। এমনকী, বহুদেশীয় প্রতিযোগিতায় যাতে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে না রাখা হয় সেই অনুরোধ জানিয়ে আইসিসি-কে চিঠি দিয়েছে বিসিসিআই। এবারের কবাডি বিশ্বকাপ হচ্ছে আমদাবাদে। সেখানেও খেলছে না পাকিস্তান।
এই পরিস্থিতিতে অভিনব বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়ে শেষ কথা বলবে সরকার। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তাকে সম্মান জানাতে হবে। রাজনীতি ও খেলাকে আলাদা রাখার ভাবনা অলিম্পিকের মূল্যবোধের অঙ্গ। সবাই চায় খেলা ও রাজনীতি আলাদা থাকুক। কিন্তু বাস্তবে সবসময় এটা হয় না। পরিস্থিতির বিচারে সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে।’
রিও অলিম্পিকের পরেই অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সি অভিনব। এ বছরের আগস্ট মাস থেকে তিনি আর রাইফেল ধরেননি। তিনি ব্যবসা করবেন বলে শোনা যাচ্ছে। পরবর্তী অলিম্পিকের জন্য কেন্দ্রীয় সরকার যে টাস্ক ফোর্স গঠন করার কথা ঘোষণা করেছে, তার অঙ্গ হতে আপত্তি নেই বলেই জানিয়েছেন অভিনব।