নয়াদিল্লি: চোট সারিয়ে ফিরেই ফের স্বমহিমায় বিশ্বচ্যাম্পিয়ন ভারত্তোলক সাইখম মীরাবাই চানু। তাইল্যান্ডের চিয়াম মাই সিটিতে ইজিএটি কাপে তিনি সোনা জিতলেন। কোমরে চোট পাওয়ার পর এটাই তাঁর প্রথম প্রতিযোগিতা। সেখানেই ৪৯ কেজি বিভাগে ১৯২ কেজি ওজন তুলে সোনা পান চানু। এর ফলে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করার পথে অনেকটা এগিয়ে গেলেন এই ভারত্তোলক।

সংবাদসংস্থা পিটিআই-কে চানু জানিয়েছেন, ‘চোট সারানোর পর এটাই আমার প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আমি ১০০ শতাংশ ফিট হয়ে গিয়েছি। কিন্তু চোট সারানোর পর যেহেতু এটা আমার প্রথম প্রতিযোগিতা, তাই সেরা ফল হয়নি। তবে আমার সেরা ফল ১৯৬ কেজির চেয়ে মাত্র চার কেজি কম তুলেছি। আমি এই পারফরম্যান্সে সন্তুষ্ট। ২০১৭ সালে ১৯৪ কেজি তুলেই বিশ্বচ্যাম্পিয়ন হই। আমার পরের লক্ষ্য চিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। এরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপ আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’