নয়াদিল্লি: আইপিএল-এর (Indian Premier League) ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁর যাবতীয় সাফল্য চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে। মাঝে অন্য দলের হয়ে খেলতে বাধ্য হলেও, ফের চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। প্রথম আইপিএল থেকেই তিনি সিএসকে-র অধিনায়ক। কিন্তু ২০০৮-এ প্রথম আইপিএল-এর নিলামে কতটা লড়াই করে তাঁকে দলে নিতে হয়েছিল সিএসকে টিম ম্যানেজমেন্টকে? এতদিন পরে সেই নিলামের ঘটনা স্মরণ করলেন নিলামের দায়িত্বে থাকা রিচার্ড ম্যাডলি (Richard Madley)।
রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে ইউটিউব চ্যানেলে কথোপকথনের সময় ম্যাডলি বলেছেন, ‘আমার মনে আছে, সেদিন দ্বিতীয় যে ক্রিকেটারের নাম নিলামে ওঠে, সে হল শেন ওয়ার্ন (Shane Warne)। আমার মনে হয়েছিল, ওয়ার্নি এবার নিলামে উঠছে। এবার আকর্ষণীয় হতে চলেছে নিলাম। ওর বেস প্রাইস ছিল চার লক্ষ মার্কিন ডলার। এই দরেই ওকে দলে নেয় রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। সেই সময় আমার মনে হয়েছিল, এটা ভাল সিদ্ধান্ত। পরের ১০ বছর ধরে আমি দেখেছি, রাজস্থান রয়্যালস সবচেয়ে ঠান্ডা মাথায় নিলাম করেছে। ওদের কখনও উত্তেজিত হয়ে উঠতে দেখিনি। মনোজ বাদালে নিলামের সময় ঠান্ডা মাথায় থাকতেন। এই ভঙ্গিতেই নিলাম করে এসেছে রাজস্থান রয়্য়ালস।’
ম্যাডলি আরও বলেছেন, ‘শেন ওয়ার্ন রাজস্থান রয়্যালসে চলে যাওয়ার পর মহেন্দ্র সিংহ ধোনির নাম নিলামে ওঠে। এরপরেই আমরা নিলামে লড়াই প্রত্যক্ষ করি। শেষপর্যন্ত ১৫ লক্ষ মার্কিন ডলারে ধোনিকে দলে নেয় সিএসকে।’
২০০৭-এ ধোনির নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল (Indian Cricket Team)। সীমিত ওভারের ফর্ম্যাটে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেন ধোনি। ফলে প্রথম আইপিএল-এর আগে তাঁকে নিয়ে উন্মাদনা ছিল প্রচণ্ড। সিএসকে-র হয়ে সেবার দুর্দান্ত পারফরম্যান্স দেখান ধোনি। তাঁর দল ফাইনালে ওঠে। তবে চ্যাম্পিয়ন হয় ওয়ার্নের রাজস্থান। ২০১০ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এখনও পর্যন্ত চারবার আইপিএল জিতেছেন ধোনিরা। তাঁরা পাঁচবার রানার্সও হয়েছেন। এবারের আইপিএল-এও সিএসকে-র হয়ে খেলবেন ধোনি।