সিডনি: অভিষেকের পর থেকেই জাতীয় দলে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরিও হাঁকিয়েছেন কিছুদিন আগেই। এবার বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের (Ricky Ponting) প্রশংসা কুড়িয়ে নিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তরুণ এই ডানহাতি ব্যাটারকে এবি ডিভিলিয়ার্সের সঙ্গেও তুলনা করলেন পন্টিং।


পন্টিং কী বলছেন?


বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, ''সূর্যকুমার যাদব মাঠের চারধার অর্থাৎ ৩৬০ ডিগ্রি খেলতে পারে। অনেকটা এবি ডিভিলিয়ার্সের মতো। ল্যাপ শট, লেট কাট সবেতেই ও ওস্তাদ। কিপারের মাথার ওপর সে বল মাঠের বাইরে পাঠাতে পারে।''


তিনি আরও বলেন, ''সূর্যকুমার লেগ সাইডে সত্যিই দুর্দান্ত খেলে। বিশেষ করে ব্যাকওয়ার্ড স্কোয়ারে অসাধারণ ফ্লিক করে ও। ফাস্ট বোলিং ও স্পিন বোলিং দারুণ খেলতে পারে সূর্য। আমার মনে হয় ভারতীয় দলে চার নম্বর পজিশনে একেবারে সঠিক বিকল্প হতে পারে সূর্যকুমার।''


এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় ব্যাটারদের লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন সূর্যকুমার। বাবর আজমের পরই রয়েছে সূর্যের নাম। এখনও পর্যন্ত ৩১ বছরের এই ব্যাটার মোট ২৩টি ম্যাচে ৬৭২ রান করেছেন।


টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্য সুযোগ পাবেন?


অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সূর্যকুমারকে দেখতে চান পন্টিং। তিনি বলছেন, ''আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারকে অবশ্যই ভারতীয় দল রাখা উচিত। ও ভীষণ আত্মবিশ্বাসী প্লেয়ার। নিজের দক্ষতা সম্পর্কে জানে। চ্যালেঞ্জ নিতে কখনওই ভয় পায় না। আর সবচেয়ে বড় কথা সূর্য জানে যে কোনও পরিস্থিতিতে ও ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে।''


এদিকে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিখর ধবন। সেখানে রাহুলের প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলতে গিয়ে শিখর জানান, 'কেএল রাহুলের প্রত্যাবর্তন এবং ওর দলকে নেতৃত্ব দেওয়াটা খুবই ইতিবাচক একটা দিক। ও দলের অন্যতম প্রধান খেলোয়াড়। সামনেই এশিয়া কাপ আসছে, সুতরাং, এটা ওর জন্য খুবই ভাল খবর। আশা করছি এই সফরে ও সাফল্য পাবে। হ্যাঁ, ওয়াশিংটন সুন্দরের ছিটকে যাওয়াটা হতাশাজনক বটে। তবে চোটআঘাত খেলারই অঙ্গ, আশা করছি ও দ্রুতই চোট সারিয়ে ফিরে আসবে।' ব্যক্তিগতভাবেও সিরিজে ভাল পারফর্ম করতে বদ্ধপরিকর শিখর।