হিন্দোল দে, একবালপুর: নেশার সামগ্রী (drug) থেকে বচসা (brawl), তার পর ভয়ঙ্কর খুন (murder)! একবালপুরের (ekbalpur) বর্নফিল্ড রোডে যুবকের নৃশংস পরিণতিতে প্রাথমিক ভাবে মাদক নিয়ে ঝামেলার তত্ত্বই উঠে আসছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম সন্দীপ পুন। খুনে জড়িত সন্দেহে এর মধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে।


কী ঘটেছিল?
সন্দীপের পরিবার ও পাড়াপড়শিদের সঙ্গে কথা বলে একবালপুর থানার পুলিশ যা জেনেছে, তাতে সম্ভবত গত কাল রাত ১০ টা বেজে ৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। তাও একেবারে নিহতের বাড়ির কাছেই। সন্দীপের বাড়ির লোকজন জানাচ্ছেন, ঘটনার আগে বাড়িতেই ছিলেন ২২ বছরের যুবক। সম্ভবত রাত ৯টা নাগাদ বন্ধুদের সঙ্গে কিছু নিয়ে বচসা হয়েছিল তাঁর। তার পরই বাড়ি ফিরে আসেন। অভিযোগ, পরে সেই বন্ধুরাই তাঁকে কথা বলার অছিলায় বাইরে ডেকে নেন। তাঁদের দাবি, কয়েকটি কথা বলেই সন্দীপকে ছেড়ে দেওয়া হবে বলে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। সেই মতো বাইরে আসেন যুবক। তার পরই আক্রমণ। অভিযোগ, তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়, পেটের মধ্যে ছুরি ঢোকানো হয়। ব্লেড নিয়ে তাঁর উপর চড়াও হয়েছিল অভিযুক্তরা, দাবি এমনই। এর মধ্যেই আকবর আলি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে একবালপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ৩০২ নম্বর ধারায় মামলাও দেওয়া হয়েছে। যুবক খুনে আর কারা সামিল ছিলেন, সেটি খতিয়ে দেখছে পুলিশ।


কেন হামলা?
পড়শিদের একাংশের বক্তব্য, ওই যুবকের দল নিয়মিত নেশা করত। গত কাল সন্ধে সাতটা নাগাদও তাঁদের চেনা জায়গাতেই আড্ডা মারতেন দেখেন কেউ কেউ। তার কিছু ক্ষণ পরে হঠাৎ কী থেকে বচসা শুরু হল, স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের ধারণা, নেশার সামগ্রী নিয়ে বচসার জেরেই খুন হয়েছেন ২২ বছরের যুবক। ধৃতের কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, ওই ছুরি দিয়েই খুন করা হয়েছিল সন্দীপকে। মঙ্গলবার ঘটনাস্থলে একবালপুর থানার আধিকারিকদের পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরাও এসেছিলেন। প্রসঙ্গত, গত জুনেই হাড় হিম করা জোড়া খুনের ঘটনা ঘটেছিল মহানগরে। মুখ্যমন্ত্রীর পাড়া হরিশ মুখার্জি রোডে এক গুজরাতি ব্যবসায়ী দম্পত্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, নিহত অশোক-রশ্মিতা শাহের শরীরে ধারাল অস্ত্রের আঘাত মিলেছে। ফ্ল্যাটের ভিতর আলমারির দরজাও ছিল হাটখোলা। লুঠে বাধার জন্যই কি দম্পতিকে খুন? তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তার পর প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। 


আরও পড়ুন:তরুণ প্রজন্মকে এগিয়ে আসার বার্তা মমতার, আজ তৃণমূলের 'খেলা হবে দিবস'