রবিবার টেস্টের চতুর্থ দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন নাথান লায়ন। আম্পায়ার আঙুল তোলার সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন লায়ন। যদিও পরে রিপ্লেতে দেখা যায়, কুলদীপের ফুলটস বল সুইপ করতে গিয়ে প্যাডে লাগালেও বলটি অফস্টাম্পের সামান্য বাইরে দিয়ে যেত। যার অর্থ, ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) প্রযুক্তির সাহায্য নিলে বেঁচে যেতেন লায়ন। যদিও অজি ক্রিকেটার সেই পথে হাঁটেননি।
যা দেখে প্রবল ক্ষুব্ধ পন্টিং। কড়া ভাষায় লায়ন ও ক্রিজে সেই সময় তাঁর সঙ্গী মিচেল স্টার্কের সমালোচনা করেছেন। প্রশ্ন তুলেছেন তাঁদের মানসিকতা নিয়ে। ধারাভাষ্য করার ফাঁকে পন্টিং বলেন, ‘এই আউটটাই এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের মানসিকতা বুঝিয়ে দিচ্ছে। লড়াই করার কোনও ইচ্ছাই নেই। কেন ডিআরএস প্রযুক্তির সাহায্য নিল না? ওদের হাতে তো দুটো রিভিউয়ের সুযোগ অক্ষত ছিল। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মনে একটু সন্দেহও জাগল না! আউট দেওয়ার পর নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে থাকা মিচেল স্টার্ক তো যেন বুঝিয়েই দিল, ডিআরএস নেবে কি না সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত। আমি এসবের মধ্যে নেই। ওরা ভুলে গিয়েছে যে, ক্রিজে একসঙ্গে থাকা মানে তোমরা একে অপরের পার্টনার। সতীর্থকে বাঁচানোর জন্য যা কিছু করা সম্ভব করতে হবে। সেসবের কিছুই দেখলাম না।‘