ইনদওর: ভারত সফরের শুরুতেই ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া। হাতে চোট পেয়ে গোটা টেস্ট সিরিজ থেকেই ছিটকে গিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting) যেন ওয়ার্নারকে নিয়ে কিছুটা হতাশ। জানিয়েছেন, অবসর নেওয়ার সেরা সময় পেরিয়ে এসেছেন ওয়ার্নার।


নয়াদিল্লিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরে যান ওয়ার্নার। তাঁর মাথায় চোট লেগেছিল। অস্ট্রেলিয়াকে কনকাশন পরিবর্ত নিতে হয়েছিল। পাশাপাশি তাঁর কনুইয়ে চিড়ও ধরে বলের আঘাতে। পন্টিং মনে করেন, মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পরই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ছিল ওয়ার্নারের। পন্টিং এ-ও জানিয়েছেন যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে পারফর্ম করে ওয়ার্নারের প্রমাণ করা উচিত যে, তিনি অ্য়াশেজে খেলতে পারবেন।


নিজের একশোতম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। পন্টিংয়ের মতে, তার পরের সিডনি টেস্ট খেলেই অবসর নেওয়া উচিত ছিল ওয়ার্নারের। তাতে অন্তত মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারতেন। আইসিসি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, 'দেখুন যদি অবসরের কথা ভাবে ওয়ার্নার, তাহলে সেটার সেরা সময় ছিল অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি টেস্ট। তখন সদ্য মেলবোর্নে একশোতম টেস্ট খেলেছে ওয়ার্নার। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছে। সব প্লেয়ারই চায় নিজের ঘরের মাঠের দর্শকের সামনে শেষ টেস্ট খেলতে। কে বলতে পারে সেই সুযোগ ওয়ার্নার আর আদৌ পাবে কি না। কারণ, ঘরের মাঠে পরের টেস্ট খেলার সুযোগ প্রায় ১২ মাস পরে।'                                   

 

তবে জুন মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়ার্নারের খেলা উচিত বলে মনে করেন পন্টিং। ভারত বা শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। অজিদের জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। তবে তাঁদের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। ভারত বা শ্রীলঙ্কার মধ্যে কোনও একটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। তবে ইংল্যান্ডের মাটিতে ওয়ার্নারের ব্যাটিং রেকর্ড হতাশাজনক। ১৩টি টেস্টে মাত্র ২৬.০৪ গড় রেখে রান করেছেন ওয়ার্নার।


তবে পন্টিং বলেছেন, 'আমার ধারণা অস্ট্রেলিয়া অবশ্যই চাইবে ওয়ার্নারকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলাতে। অ্যাশেজের আগে বড় কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে অস্ট্রেলিয়াকে।'                         


আরও পড়ুন: ব্যাট হাতে যশস্বীর রেকর্ড, মধ্য়প্রদেশকে ২৩৮ রানে হারাল অবশিষ্ট ভারত