সিডনি: আর মাত্র কয়েক মাস। তার পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বেজে যাবে। তার আগে প্রতিটি দলই তাঁদের প্রস্তুতি সারছে। ভারতীয় দলও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলছে এই মুহূর্তে। সিনিয়র ক্রিকেটাররা অনেকেই নেই। তাঁদের বদলে দলে এসেছেন অনেক তরুণ মুখ। আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিকও (Dinesh Karthik)। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তিনি থাকবেন কি না, তা হয়ত এখনই বলা সম্ভব না, তবে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের বক্তব্য যদি মিলে যায়, তবে কিন্তু কার্তিকের জন্য তা খুবই ভাল খবর হতে চলেছে। 


কী বলছেন পন্টিং?


আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে এই মুহূর্তে কাজ করছেন পন্টিং। যার জন্য দীর্ঘ সময় এই দেশে তাঁকে থাকতে হয়। তাছাড়া অনেক প্লেয়ারকেও দেখতে পাচ্ছেন। নিজের হাতে গড়ছেনও। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিককে ভারতীয় দলে দেখার জন্য মুখিয়ে আছেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক। এক সাক্ষাৎকারে পন্টিং জানান, ''আমি অবশ্যই দীনেশ কার্তিককে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে দেখতে চাই। এই বছর আইপিএলে আরসিবির হয়ে যেভাবে খেলেছে, তা কোনও প্রশংসায়ই যথেষ্ট নয়। জাতীয় দলেও পাঁচ, ছয় নম্বর পজিশনে ফিনিশার হিসেবে কার্তিক একদম সেরা চয়েস হবে। হয়ত পন্থই উইকেট কিপিং করবে, কিন্তু কার্তিকের ফর্ম ওর হয়ে কথা বলছে। তাই ও স্কোয়াডে না থাকলে আমি খুবই অবাক হব।''


উল্লেখ্য ২০১৯ সালে বিশ্বকাপের জাতীয় দলে ছিলেন দীনেশ কার্তিক। এরপর থেকে জাতীয় দলে আর সুযোগ পাননি তিনি। মাঝে বেশ কিছুদিন ধারাভাষ্যকার হিসেবেও দেখা গিয়েছে তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটারকে। তবে গত আইপিএলে আরসিবির জার্সিতে ফিনিশার হিসেবে গোটা মরসুমে দাপটের সঙ্গে খেলেছেন। প্রতি ম্যাচেই চার, ছক্কার বন্য়া দেখা গিয়েছে। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জাতীয় দলেও ঢুকে পড়েন কার্তিক। এক সাক্ষাৎকারে কার্তিক নিজেই বলেছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ করে নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য এখন। দেখার, সময় কি বলে।