মুম্বই: সাদা বলের ফর্ম্য়াটে জাতীয় দলে ঢোকার পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে চলেছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে (T20 Format) তো ভারতীয় দলে এখন অটোমেটিক চয়েস রিঙ্কু (Rinku Singh)। ওয়ান ডে ফর্ম্য়াটেও গত বছর অভিষেক হয়েছে। এবার টেস্ট ফর্ম্য়াটে দলে ঢোকার অন্যতম দাবিদার হয়ে উঠছেন রিঙ্কু সিংহ। তার প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয় এ দলে ঢুকে পড়লেন নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) এই বাঁহাতি তারকা। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চারদিনের দ্বিতীয় যে প্রস্তুতি ম্য়াচ রয়েছে তার জন্য ভারতীয় এ স্কোয়াডে ঢুকে পড়লেন রিঙ্কু। আগামী ২৪ তারিখ থেকে শুরু হচ্ছে এই ভারতীয় এ বনাম ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ। অন্য়দিকে আগামী ২৫ জানুয়ারি থেকে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।


উল্লেখ্য, ২৬ বছরের রিঙ্কু গত পাঁচ মাস ধরে জাতীয় দলের জার্সিতে প্রায় টানা খেলে যাচ্ছেন। গত বছর আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে অভিষেক হয়েছিল রিঙ্কুর। এশিয়ান গেমসেও জাতীয় দলের অংশ ছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতেও দেখা গিয়েছে উত্তরপ্রদেশের এই বাঁহাতি ব্যাটারকে। খেলেছেন শেষ আফগানিস্তান সিরিজও। 


গত মাসে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেকও হয় রিঙ্কুর। সেখানে দুটো ম্য়াচ খেলেছিলেন তিনি। ভারতীয় এ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা এ দলের যে চারদিনের ম্য়াচ খেলা হয়েছিল সেখানেও ডাক পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। এছাড়াও বক্সিং ডে টেস্টে সেঞ্চুরি ভারতীয় দলের ডাগ আউটেও দেখা গিয়েছিল এই তরুণকে। পরিবর্ত ফিল্ডার হিসেবেও সাদা পোশাকে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। 


প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া রিঙ্কু সিংহের হয়ে সওয়াল করেছেন। টেস্ট ফর্ম্যাটের জন্য এখনও পর্যন্ত পরীক্ষত নন রিঙ্কু। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন রিঙ্কু। এক ভিডিও বার্তায় আকাশ বলেন, "রিঙ্কু কেমন বিকল্প হতে পারে? ও কিন্তু শুধু সাদা বলের ফর্ম্যাটের প্লেয়ার না। ওর প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যান দেখলেই তা বোঝা যাবে। দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে ছিল ও।" 


উল্লেখ্য, এখনও পর্যন্ত ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে মোট ৩১০৯ রান করেছেন রিঙ্কু৷ গড় ঈর্ষণীয় ৫৭.৫৭। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে রোহিতের সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়ে সবার প্রশংসা আদায় করে নিয়েছেন।